এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > জল্পনার অবসান! তৃণমূলে যোগ দিচ্ছেন? মুখ খুললেন হেভিওয়েট বিজেপি বিধায়ক!

জল্পনার অবসান! তৃণমূলে যোগ দিচ্ছেন? মুখ খুললেন হেভিওয়েট বিজেপি বিধায়ক!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সম্প্রতি বেশ কিছুদিন ধরেই বালুরঘাটের বিজেপি বিধায়ক অশোক লাহিড়ীকে কেন্দ্র করে ব্যাপক জল্পনা তৈরি হয়েছিল। দলের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়েছে এবং তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন বলে দাবি করতে শুরু করেছিলেন একাংশ। যদিও বা এই ব্যাপারে কারও পক্ষ থেকে তেমন কোনো প্রতিক্রিয়া সামনে আসেনি। কিন্তু এবার গোটা বিষয়ে মুখ খুললেন বালুরঘাটের বিজেপি বিধায়ক ডক্টর অশোক লাহিড়ী। যেখানে নিজের বক্তব্যের মধ্য দিয়ে তিনি বুঝিয়ে দিলেন যে, কোনোভাবেই তিনি তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত হচ্ছেন না।

সূত্রের খবর, এদিন সাংবাদিকদের মুখোমুখি হন বালুরঘাটের বিজেপি বিধায়ক। আর সেখানেই তার দলবদল প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমি ঝরা মুকুল নই। আমি আয়ারাম বা গয়ারামে বিশ্বাসী নই। তৃণমূলের তরফ থেকে কেউ আমাকে যোগদান করার প্রস্তাব দেয়নি। আর আমিও যোগদান করতে চাই না।” তবে বিরোধী দলের বিধায়ক হিসেবে সরকারকে গঠনগত পরামর্শ এবং বিরোধিতা করতে যে তার কাজ চলবে, সেই কথা জানিয়ে দিয়েছেন বিশিষ্ট এই অর্থনীতিবিদ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বলা বাহুল্য, প্রথমে 2021 সালের বিধানসভা নির্বাচনে আলিপুরদুয়ারে প্রার্থী করা হয়েছিল অশোক লাহিড়ীকে। কিন্তু তারপরে সেখান থেকে তাকে প্রার্থী করা হয় দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট বিধানসভা কেন্দ্রে। বিজেপির ঘনিষ্ঠ সূত্রে খবর পাওয়া গিয়েছিল, যদি বিজেপি সরকার 2021 সালে পশ্চিমবঙ্গে গঠন হত, তাহলে অর্থমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করতেন এই বিশিষ্ট অর্থনীতিবিদ। কিন্তু বিরোধী দলের জায়গা দখল করেছে ভারতীয় জনতা পার্টি। তবে সাম্প্রতিককালে সেই অশোক লাহাড়ি দলবদল করতে পারেন বলে ব্যাপক গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। তবে অবশেষে সেই জল্পনাতে জল ঢেলে দিলেন বালুরঘাটের বিজেপি বিধায়ক।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!