এখন পড়ছেন
হোম > রাজ্য > কালীবাড়ির সামনেও জমা জল, বিপর্যস্ত কলকাতা! চরম ভোগান্তিতে সাধারণ!

কালীবাড়ির সামনেও জমা জল, বিপর্যস্ত কলকাতা! চরম ভোগান্তিতে সাধারণ!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- গতকাল রেমালের দাপটে রীতিমত বিপর্যস্ত দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ। উপকূলবর্তী জেলাগুলোতে বেশি সমস্যা হলেও শহর কলকাতাতেও চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। কলকাতার বিভিন্ন রাস্তায় এখনও জল থৈথৈ অবস্থা। যার মধ্যে অন্যতম ঠনঠনিয়া কালি বাড়ির সামনের চত্বর।

সূত্রের খবর, গতকাল রাত থেকেই প্রবল ঝড়-বৃষ্টি শুরু হয় শহর কলকাতায়। যার ফলে এখনও পর্যন্ত অনেক জায়গাতেই জল জমে রয়েছে। পথ চলতে গিয়ে চরম সমস্যার মুখে পড়ছেন সাধারণ মানুষ। এমনকি ঠনঠনিয়া কালীবাড়ির সামনেও জমা জলে প্রবল বিপর্যস্ত হচ্ছে জনজীবন। যার ফলে অনেকেই ক্ষোভ জানাতে শুরু করেছেন। কিন্তু প্রাকৃতিক দুর্যোগ কারওর হাতে নেই। তাই এই পরিস্থিতিতে জমা জল কখন নামবে এবং কখন স্বাভাবিক হবে শহর কলকাতার পরিস্থিতি, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!