কলকাতায় কালি লাগিয়ে , ভাঙা হল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি রাজ্য March 7, 2018 দেশ জুড়ে এবার রাজনৈতিক শিবিরে শুরু হলো দেশের সম্মানীয় রাজনীতিবিদদের মূর্তি বিকৃত করে সেই মূর্তি ভেঙে ফেলার মতো ঘৃণ্য কাজ। ত্রিপুরা জয়ের পর ওই রাজ্যে কমিউনিস্ট লেলিনের বিশাল মূর্তি ভেঙে ফেলার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। এর পর দক্ষিণ ভারতের বিশিষ্ট রাজনীতিবিদ পেরিয়ারের মূর্তি ভেঙে ফেলা হয় তামিলনাড়ুতে। এরপর এমন ঘটনাই ঘটলো বাংলার প্রাণকেন্দ্র কোলকাতাতে। এদিন সকালে দক্ষিণ কলকাতার এক পার্কে জন সংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে কালি মাখিয়ে সেই মূর্তি ভেঙে ফেলার অভিযোগ ওঠে ৬ কলেজ পড়ুয়া ছাত্রের বিরুদ্ধে। তারা কিছু পোস্টার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দিতে দিতে আসে এবং তারপর মূর্তি ভাঙতে শুরু করে বলে স্থানীয় সূত্রের খবর। খবর পেয়ে ছুতে আসে স্থানীয় তৃণমূল কর্মীরা। টালিগঞ্জ থানার পুলিশ ওই ৬ জন কে গ্রেপ্তার করে বলে জানা গেছে। উত্তেজনা সামাল দেওয়ার জন্য এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিন ধৃতরা জানায় তারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এই সমস্ত কাজ কোনো ভাবেই বরদাস্ত করবেন না, কঠোরভাবে এমনটাই জানিয়েছেন বাংলার মুখমন্ত্রী। আপনার মতামত জানান -