এখন পড়ছেন
হোম > রাজ্য > মেদিনীপুর > বিজেপি নেত্রীকে বাড়িতে ঢুকে পুলিশি হেনস্থার অভিযোগে সরগরম অধিকারী গড়

বিজেপি নেত্রীকে বাড়িতে ঢুকে পুলিশি হেনস্থার অভিযোগে সরগরম অধিকারী গড়


দীর্ঘদিন ধরেই রাজ্যের পুলিশ প্রশাসনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করে আসছে বিজেপি। এবার পূর্ব মেদিনীপুরের ময়নার বাকচা গ্রাম পঞ্চায়েতে সেই রক্ষাকারক পুলিশের বিরুদ্ধেই উঠল হামলার অভিযোগ। সূত্রের খবর, পুলিশ অফিসারকে হামলার ঘটনায় অভিযুক্ত এই বাকচা গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্যা সুষমা বর্মন মন্ডলের স্বামী উত্তম মন্ডলের খোঁজে গত 31 অক্টোবর দুপুর তিনটে নাগাদ সেখানে আসেন বেশ কয়েকজন পুলিশকর্তা।

আর এখানেই সেই পুলিশের বিরুদ্ধে ওঠে ব্যাপক মারধরের অভিযোগ। জানা যায়, সেই সময় অভিযুক্ত উত্তম মণ্ডল বাড়িতে ছিলেন না। তাই পুলিশের ডাকে ঘরের বাইরে বেরিয়ে আসেন স্থানীয় বিজেপির পঞ্চায়েত সদস্য সুষমা বর্মন মন্ডল। আর এখানেই সুষমা দেবীর অভিযোগ, পুলিশ আধিকারিকেরা তার চুলের মুঠি ধরে তাকে বিবস্ত্র করে মাটিতে ফেলে মারধোর করে। এমনকি কদিন আগে তিনি সন্তান প্রসব করলেও তার পেটে ব্যাপক লাথি মারেন সেই পুলিশকর্তারা।

শুধু তাই নয়, বিজেপির পঞ্চায়েত সদস্যার আরও অভিযোগ, স্বামীর খোঁজ করতে এসে তার স্বামীর ট্রাউজারের পকেটে থাকা সাড়ে 6 হাজার টাকা আত্মসাৎও করেন সেই পুলিশ অফিসাররা। আর এই সমস্ত অভিযোগ জানিয়ে গত শুক্রবার সেই সুষমা বর্মন মন্ডল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার এবং জেলা শাসকের কাছে সে অভিযুক্ত ময়না থানার ওসি মহিউল ইসলাম সহ পাঁচ থেকে ছয় জন পুলিশ অফিসারের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন।

তবে এখনও পর্যন্ত তার কাছে এই ব্যাপারে কোনো অভিযোগপত্র এসে পৌঁছয়নি বলে এদিন জানান পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার ভি সলোমোন নেসাকুমার। অন্যদিকে দলীয় পঞ্চায়েত সদস্যার প্রতি এহেন হামলার ঘটনায় পুলিশের বিরুদ্ধে তোপ ডেকে মাঠে নেমেছে বিজেপিও। এদিন এ প্রসঙ্গে তমলুক জেলা বিজেপির সম্পাদক নীলাঞ্জন অধিকারী বলেন, “এই বাকচা গ্রামে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোল হয়েছে। আর পুলিশ আমাদের কর্মীদের নামে মিথ্যা মামলা দায়ের করে আমাদের পঞ্চায়েত সদস্যার প্রতি নির্মম ভাবে অত্যাচার চালাচ্ছে।”

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

তবে যার বিরুদ্ধে এত অভিযোগ সেই ময়না থানার ওসি মহিউল ইসলাম অবশ্য এই সমস্ত ঘটনাকে অস্বীকার করেছেন। এদিন তিনি বলেন, “নিয়ম মেনেই সুষমা দেবীর স্বামী উত্তম মন্ডলকে খুজতে তার বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। তবে মারধরের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।” তবে স্থানীয় ওসির পক্ষ থেকে এই ঘটনাকে ভিত্তিহীন বলে দাবি করা হলেও বিজেপি যে এই ইস্যুকে নিয়ে ফের রাজনৈতিক ময়দান গরম করে তুলবে সে ব্যাপারে একপ্রকার নিশ্চিত প্রত্যেকেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!