এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > কর্মী মারা যেতেই মামলা দায়ের, পুলিশি সক্রিয়তা নিয়ে প্রশ্ন নওশাদের!

কর্মী মারা যেতেই মামলা দায়ের, পুলিশি সক্রিয়তা নিয়ে প্রশ্ন নওশাদের!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- মনোনয়ন পর্ব জমা হওয়ার শেষ দিনে ভাঙ্গরে খুন হয়েছে এক আইএসএফ কর্মী। তবে প্রথম থেকেই পুলিশি সক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। আর এই পরিস্থিতিতে অবশেষে সেই ঘটনায় মামলা দায়ের করেছে আইএসএফ। তবে প্রথমেই পুলিশের এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা উচিত ছিল বলে দাবি করলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী।

প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে পুলিশি ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি বলেন, “আমাদের যে কর্মীকে গুলি করে খুন করা হয়েছে, সেখানে পুলিশের কাছে আজকে মামলা দায়ের করা হয়েছে। তবে পুলিশের উচিত ছিল, প্রথমেই এই ঘটনায় সুয়ো মোটো মামলা দায়ের করা। কিন্তু তা করা হয়নি। তবে দেরি করে হলেও মামলা দায়ের করা হয়েছে।” অর্থাৎ এই বক্তব্যের মধ্যে দিয়ে আরও একবার পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিলেন এই বিরোধী বিধায়ক।

বলা বাহুল্য, মনোনয়ন পর্বের প্রথম দিন থেকেই অশান্ত হতে শুরু করেছিল ভাঙ্গর। সবথেকে বেশি সেই এলাকা থেকে গুলি এবং বোমার শব্দ আসতে শুরু করে। প্রশ্নের মুখে পড়ে যায় আইনশৃঙ্খলা ব্যবস্থা। আর মনোনয়ন পর্বের একদম শেষ দিনে এক আইএসএফ কর্মীর মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে অবশেষে সেই ঘটনায় মামলা দায়ের করে পুলিশের উদ্দেশ্যে কটাক্ষ ছুড়ে দিলেন নওশাদ সিদ্দিকী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!