এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > “পেটে এত চর্বি হয়ে গিয়েছে”- তীব্র কটাক্ষ করে বুদ্ধিজীবীদের একহাত নিলেন দিলীপ ঘোষ !

“পেটে এত চর্বি হয়ে গিয়েছে”- তীব্র কটাক্ষ করে বুদ্ধিজীবীদের একহাত নিলেন দিলীপ ঘোষ !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় হস্তক্ষেপের প্রয়োজন বলে দাবি তুলেছে বিরোধী শিবির ,কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সেরকম কোন পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায়নি এখনো পর্যন্ত । তবে বিরোধী পক্ষের এই দাবি যে ক্রমশ জোরালো হচ্ছে বলে মনে করছেন একাংশ , আবার অনেকে বা বলছেন এটাই সঠিক সময় এসেছে কেন্দ্রীয় হস্তক্ষেপের কারণ রাজ্যের বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত রাজ্য রাজনীতি।

একদিকে  কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী থেকে শুরু করে বিজেপির দিলীপ ঘোষ সকলেই ৩৬৫ ধারা জারি করার জন্য আওয়াজ তুলছেন । আর এই প্রসঙ্গেই এদিন হাঁসখালির ঘটনাকে কেন্দ্র করে এদিন  বুদ্ধিজীবীদেরকে এক হাত নিয়ে সাংঘাতিকভাবে কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ ।  এদিন বুদ্ধিজীবীদের তীব্র কটাক্ষ করে বলতে দেখা যায় গিয়েছে যে বুদ্ধিজীবীদের পেটে চর্বি জমে গিয়েছে হাঁটতে অসুবিধা হচ্ছে  ।

সেই সাথে সোসাল মিডিয়ার প্রসঙ্গে দিলীপ বলেন, “সোশ্যাল মিডিয়া এখন শর্টকাট মাধ্যম হয়ে গিয়েছে। এতে তেমন কোনও লাভ হয় না। ” এবং বুদ্ধিজীবীদের কে একহাত নিয়ে ধুয়ে দিলেন দিলীপ ঘোষ তিনি জানান যে “হাঁসখালির ঘটনায় কোনও মোমবাতি মিছিল হয়নি কেন? মোমবাতি দেখিয়ে পেট চলত। পেটে এত চর্বি হয়ে গিয়েছে। হাঁটতে অসুবিধা হয়ে গিয়েছে। মোমবতি দেখিয়ে আগে দোকান চলত। এখন মোমবাতি দেখালে দানাপানির অসুবিধা হয়ে যাবে। এদের কাছ থেকে কিছু আশা করবেন না।”

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!