এখন পড়ছেন
হোম > রাজ্য > এবার বামেদের শেষসম্বলটুকুও দখল করে নিলো তৃণমূল

এবার বামেদের শেষসম্বলটুকুও দখল করে নিলো তৃণমূল

১৯৭৭ সালে কৃষি সমবায় সমিতির প্রতিষ্ঠার পরে প্রায় চার দশক ধরে তার একনিষ্ঠ কতৃত্ব পালন করেছে বামফ্রন্ট।আর এই বারেই প্রথমবার তার প্রতিনিধিত্বের পরিবর্তন ঘটেছে।প্রতিটি রাজনৈতিক দলের নিজস্ব মনোনীত প্রার্থীর মনোনয়পত্র দাখিল করবার শেষ দিন ছিল গত সোমবার ও মঙ্গলবার।তৃণমূল ছাড়া কোনো দলই তাদের মনোনীত প্রার্থীর নাম না দেওয়ায় বিনা প্রতিদ্বন্দীতে সমবায়ের সবকটি আসনই তৃণমূলের দখলে চলে যায়।সমবায় সূত্রে জানা গিয়েছে,ওই সমবায়ের পরিচালন কমিটির ১২ টি আসনের মধ্যে ৬ টি আসন পূর্বেই দখল করে নিয়েছিল তৃণমূল কর্তৃত্ব।গত সোমবার ও মঙ্গলবারে বাকি ৬ টি আসনে নিজেদের খুঁটি গেড়ে দেয় তৃণমূল।
পরিবর্তনের এই হাওয়ায় সিপিএম এখন নিশ্চিহ্ন হবার দিকে।এই জয়ে বড়ঞা ব্লক তৃণমূল সভাপতি গোলাম মুর্শেদ বলেন,এই সমবায়ের ৭০৩ জন কৃষক খুব ভালো বুঝতে পেরেছে এ রাজ্যের শাসক তাদের শুভকামী এবং তারাই তাদের সুরক্ষিত রাখতে সক্ষম। তাই তাদের বিপক্ষে কোনো দলই দাঁড়াতে চাইনি।
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!