এখন পড়ছেন
হোম > রাজনীতি > লক্ষীর ভান্ডার চাই না, এবার মমতার বিরুদ্ধে রাজপথে মহিলারা! চরম ব্যাকফুটে রাজ্য!

লক্ষীর ভান্ডার চাই না, এবার মমতার বিরুদ্ধে রাজপথে মহিলারা! চরম ব্যাকফুটে রাজ্য!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- এই রাজ্যের মুখ্যমন্ত্রী ভেবেছিলেন, লক্ষ্মীর ভান্ডারের কিছু টাকা তিনি মা-বোনেদের দিচ্ছেন, তাই তিনি ভোট পাচ্ছেন। লোকসভা নির্বাচনে তার যে বিপুল আসন এসেছে, সেটা এই লক্ষীর ভান্ডারের ফসল বলেই দাবি করছেন তৃণমূলের নেতারা। কিন্তু সেই ভাবনা থেকে যে তৃণমূলকে এবার বেরিয়ে আসতে হবে, লক্ষীর ভান্ডারের টাকা দিয়ে যে মা-বোনেদের ভুলিয়ে রাখা যাবে না, তা এবার স্পষ্ট হয়ে গেল। এবার একেবারে বাংলার বুকে এই লক্ষীর ভান্ডারের বিরুদ্ধে বিদ্যুতের দাম যেভাবে বাড়ছে, তার প্রতিবাদে রাস্তায় নামলেন মাতৃশক্তি।

সূত্রের খবর, এদিন চুঁচুড়া বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে নামা হয়। যেখানে বিদ্যুৎ অফিসে গিয়ে তারা নিজেদের দাবি পেশ করতে শুরু করেন। বিক্ষোভরত মহিলাদের দাবি, লক্ষীর ভান্ডার দিয়ে আমাদের মুখ বন্ধ করে রাখা যাবে না। আমাদের লক্ষীর ভান্ডারের টাকা চাই না। যেভাবে বিদ্যুতের দাম বাড়ছে, তাতে সংসার কি করে চলবে?

অর্থাৎ মহিলারা কিন্তু এবার আসল সত্যটা বুঝতে শুরু করেছেন।যার ফলে মুখোশ খুলে আসছে এই রাজ্যের ফ্যাসিস্ট প্রশাসনের। তারা লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে মহিলাদের ভোট পাওয়ার যে কৌশল রপ্ত করেছিল, এখন মহিলারা পাল্টা সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়ে জানিয়ে দিচ্ছে, তাদের সংসার চালাতে হবে। যেভাবে বিদ্যুতের দাম বাড়ছে, তা কমাতে হবে। তাই লক্ষ্মীর ভান্ডারের টাকা নয়, বরঞ্চ দ্রব্যমূল্য কমানোর দিকে নজর দিক রাজ্য প্রশাসন। আর সাধারণ মহিলাদের পক্ষ থেকে এই দাবি ওঠার ফলে রীতিমত ব্যাকফুটে নবান্ন।‌ দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!