এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > লোকসভায় ভালো হলেও উপনির্বাচন নিয়ে চিন্তায় তৃণমূল! চার আসনেই পদ্ম ফোটার ইঙ্গিত!

লোকসভায় ভালো হলেও উপনির্বাচন নিয়ে চিন্তায় তৃণমূল! চার আসনেই পদ্ম ফোটার ইঙ্গিত!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-লোকসভায় তৃণমূল কংগ্রেস 29 টি আসন পেলেও বিধানসভা এবং পৌরসভার ফলাফল যদি দেখা যায়, তাহলে বেশিরভাগ জায়গাতেই এগিয়ে রয়েছে বিজেপি। আর এমত পরিস্থিতিতে আগামী মাসে রাজ্যের চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন রয়েছে। তৃণমূল তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। কিন্তু যে চারটি কেন্দ্রে নির্বাচন হচ্ছে, লোকসভার ফলাফল অনুযায়ী তার মধ্যে তিনটি কেন্দ্রেই এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি। অন্যদিকে মানিকতলা কেন্দ্রে খুব অল্প ভোটে পিছিয়ে রয়েছে বিজেপি। তাই সেই জায়গায় দাঁড়িয়ে এই চার কেন্দ্রের লড়াই নিয়ে তৃণমূল চিন্তিত থাকলেও, বিজেপি কিন্তু অত্যন্ত আশাবাদী।

প্রসঙ্গত, গতকাল এই উপনির্বাচন নিয়ে বিজেপির কোর কমিটির বৈঠকে আলোচনা হয়। আর তারপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বড় বার্তা দেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি বলেন, “আমরা এবারে চারটি কেন্দ্রেই জিতব। শুধুমাত্র আমরা মানিকতলাতে কিছু ভোটে পিছিয়ে রয়েছি, তৃণমূলের ওই শান্তিরঞ্জন কুন্ডুর জন্য। এবার তাকে টাইট দিলেই হয়ে যাবে।” অর্থাৎ লোকসভা ভোটের অংক অনুযায়ী যেহেতু তিন কেন্দ্রে বিজেপি এগিয়ে রয়েছে, তাই এবারও বিজেপি এই তিন কেন্দ্র দখলের ব্যাপারে যথেষ্ট আশাবাদী।

অন্যদিকে লোকসভা ভোটে তৃণমূলের আসন বৃদ্ধি পেলেও, ফলাফল পর্যালোচনা করতে গিয়ে বিধানসভা ভিত্তিক রেজাল্ট দেখে তাদের চোখ কপালে উঠেছে। তাই তারা এই চার বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনে ভালো ফল করা নিয়ে যথেষ্ট চিন্তিত। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!