নতুন করে মামলার গেরোয় মদন মিত্রের জন্য রাজ্যের করা খরচ বিশেষ খবর রাজ্য October 26, 2017 নতুন অস্বস্তিতে প্রাক্তন পরিবহন মন্ত্রী মদন মিত্র।সিবিআইয়ের হাতে বন্দি হওয়ার পর একাধিক অসুস্থতা নিয়ে দীর্ঘদিন তিনি এসএসকেএম হাসপাতালে ভর্তি ছিলেন। কলকাতার এক ওয়েব পোর্টালের খবর অনুযায়ী এক স্বেচ্ছাসেবী সংস্থা হাসপাতালে ভর্তি থাকাকালীন মদন মিত্রের চিকিৎসার জন্য রাজ্য সরকারের কত টাকা খরচ হয়েছিল সেই তথ্য জানতে চেয়ে পশ্চিমবঙ্গ ইনফরমেশন কমিশনে আরটিআই ফাইল করে। প্রথমে হাসপাতালের তরফে সেই তথা না দেওয়ায় ওই সংস্থা পশ্চিমবঙ্গ ইনফরমেশন কমিশনে যায়, কিন্তু সেখানেও বিফল মনোরথ হতে হয় তাঁদের। কমিশন জানায় এই তথ্য পেতে আরো ২-১ বছর লাগতে পারে, আর তাই ওই সংস্থা সিদ্ধান্ত নিয়েছে সামগ্রিক ঘটনার পরিপ্রেক্ষিতে আদালতে আবেদন করার। হাসপাতালে থাকাকালীন মদন মিত্রের কোন কোন রোগের কী চিকিৎসা হয়েছে, চিকিৎসার খরচ কী হয়েছে – সব কিছু বিশদে জানাতে আদালত যেন কমিশনকে নির্দেশ দেয় এই আর্জি নিয়েই আদালতের দ্বারস্থ হয়েছেন তাঁরা। আদলত এই আর্জি মেনে নিলে মদনবাবু ও রাজ্যসরকার কি নতুন করে অস্বস্তিতে পড়বেন বা এই তথ্যের আড়ালে কি গোপন সত্য বেরিয়ে আসবে, ফিসফাস শুরু হয়ে গেছে রাজনৈতিক মহলে। আপনার মতামত জানান -