৪৫০ কোটি টাকার দুর্নীতিতে মুখ্যমন্ত্রীর নাম জড়িয়ে দিলেন অধীর চৌধুরী বিশেষ খবর রাজ্য October 26, 2017 এবার রাজ্য সরকারের বিরুদ্ধে বড়সড় দুর্নীতির অভিযোগ আনলেন অধীর চৌধুরী।নাম জড়িয়ে দিলেন স্বয়ং মুখ্যমন্ত্রীর। যা নিয়ে ঝড় বয়ে যাচ্ছে রাজ্য রাজনীতিতে। প্রদেশ কংগ্রেস সভাপতি এদিন অভিযোগ আনেন, রাজ্য সরকারের হাতে থাকা মেট্রো ডেয়ারির ৪৭ শতাংশ শেয়ার কেভেন্টার্স গ্রূপের কাছে মাত্র ৮৫ কোটি ৫০ লাখ টাকায় বিক্রি করেছে রাজ্য। আর ওই শেয়ার কেনার কিছুদিনের মধ্যেই মেট্রো ডেয়ারির ১৫ % শেয়ার সিঙ্গাপুরের মান্ডালা ক্যাপিটাল নামক এক সংস্থাকে ১৭০ কোটি টাকাতে বিক্রি করেছে কেভেন্টার্স। অর্থাৎ ওই দর ধরলে ৪৭% শেয়ার বিক্রির জন্য রাজ্য সরকারের আদতে ঘরে তোলার কথা ছিল প্রায় ৫৩৩ কোটি টাকা। অর্থাৎ রাজ্য সরকারের লোকসান প্রায় ৪৫০ কোটি টাকা। অধীরবাবু অভিযোগ আনেন, এই মেট্রো ডেয়ারির শেয়ার বিক্রির সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভা অনুমোদন করেছে অর্থাৎ পুরো বিষয়টাই মুখ্যমন্ত্রী জানেন ও তাঁর সম্মতিতেই হয়েছে। অধীরবাবু আরো জানিয়েছেন ভবিষ্যতে এই ইস্যুতে তিনি আদালতে যেতে পারেন। মাননীয়া মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এইরকম গুরুতর অভিযোগ আনায় স্বভাবতই রাজনৈতিক মহল নড়েচড়ে বসেছে বলায় বাহুল্য। যদিও রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন কমদামে শেয়ার কিনে বেশিদামে বিক্রি করে কেভেন্টার্স গ্রূপ তাঁদের ব্যবসায়িক পরিপক্কতার প্রমান দিয়েছেন, এর মধ্যে মুখ্যমন্ত্রীর দুর্নীতিতে জড়িয়ে পড়ার অভিযোগটি হাস্যকর। আপনার মতামত জানান -