এখন পড়ছেন
হোম > জাতীয় > শিবসেনা বেশি ‘নাটক’ করলে ‘বিকল্পপথে’ সরকার গড়বে বিজেপি? অমিত শাহের বৈঠক ঘিরে জল্পনা

শিবসেনা বেশি ‘নাটক’ করলে ‘বিকল্পপথে’ সরকার গড়বে বিজেপি? অমিত শাহের বৈঠক ঘিরে জল্পনা


বিধানসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পর ৫ দিন কেটে গেলেও এখনও মহারাষ্ট্রে সরকার গঠনের জোট কাটে নি। ২০১৪ সালে পৃথক-পৃথকভাবে লড়াই করলেও, সরকার গঠনের আগে এক ছাতার তলায় এসে গিয়েছিল বিজেপি-শিবসেনা। জোট সরকারের মুখ্যমন্ত্রী হয়েছিলেন বিজেপির দেবেন্দ্র ফড়নবীশ। কিন্তু, ২০১৯ সালে এসে জোট বেঁধে লড়াই করেও ৫ বছর আগের থেকে আসন অনেকটাই কমেছে ২ দলের।

কিন্তু, আসন সংখ্যা কমলেও বিজেপিকে চাপে রাখতে শিবসেনার আস্ফালন ক্রমশ বেড়েছে। প্রথমে মুখ্যমন্ত্রী পদের দাবিতে ছিল অনড় ছিল শিবসেনা। কিন্তু, তারপরে ৫০-৫০ ফর্মুলায় আপাতত জোর দিয়েছে শিবসেনা শিবির। যদিও, শিবসেনার সেই অনন্ত চাপের মুখে মাথা নোয়াতে রাজি নয় বিজেপি। শিবসেনাকে বেশ কিছু ভালো মন্ত্রক, সাথে উপমুখ্যমন্ত্রী পদ ছাড়তে রাজি হলেও, মুখ্যমন্ত্রীত্ব যে কিছুতেই শিবসেনাকে দেবে না স্পষ্ট করে দিয়েছে বিজেপি।

কিন্তু, বিজেপির সেই পাল্টা চাপের কাছে মাথা নোয়াতে রাজি নয় শিবসেনাও। প্রয়োজনে বিজেপির সঙ্গ ছেড়ে এনসিপি ও কংগ্রেসের হাত ধরে সরকার গঠনের পথে যেতেও রাজি তারা বলে পরোক্ষে জানানো হয়েছে। কিন্তু এসবের মাঝেই মহারাষ্ট্রে সরকার গঠনের জন্য বিজেপির সামনে এবার পরোক্ষে বিকল্প পথ খুলে গেল। এবারের নির্বাচনে শিবসেনা যেমন ৫৬ টি আসন পেয়েছে, অন্যদিকে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলে শরদ পাওয়ারের এনসিপি পেয়েছে ৫৪ টি আসন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এবার মাত্র ২৪ ঘন্টার মধ্যে ‘ডিগবাজি’ খেয়ে জল্পনা বাড়িয়ে দিলেন এনসিপি ‘সুপ্রিমো’ শরদ পাওয়ার। মাত্র ২৪ ঘন্টা আগেই, শিবসেনার দাবিকে ন্যায্য বলে জল্পনা বাড়িয়েছিলেন তিনি। তখন মনে করা হচ্ছিল, শিবসেনা-এনসিপি-কংগ্রেস যে জোট সম্ভাবনা জোরালো হচ্ছে, তার পরিপ্রেক্ষিতেই তিনি এমন কথা বললেন। কিন্তু, এরপরেই শরদ পাওয়ার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই স্পষ্ট করে দিলেন, কোনোমতেই শিবসেনার সঙ্গে জোটে যাবে না এনসিপি।

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এতে করে শরদ পাওয়ার আসলে পরোক্ষে বিজেপিকে বার্তা দিলেন। ২ নির্দল বিধায়কের সমর্থন সহ বর্তমানে মহারাষ্ট্রে বিজেপির বিধায়ক ১০৭, অন্যদিকে এনসিপির বিধায়ক সংখ্যা ৫৪। অর্থাৎ, বিজেপি-এনসিপি হাত মেলালেও সরকার গঠন করে ফেলবে গেরুয়া শিবির। এমনিতেই, বিভিন্ন মামলাতে জেরবার হয়ে আছেন শরদ পাওয়ার – এই অবস্থায়, যদি উপমুখ্যমন্ত্রীর পদ পায় এনসিপি, তাহলে সেই জোট হতে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়।

এই পরিস্থিতিতে, আপাতত সকলেই তাকিয়ে অমিত শাহের দিকে। তাঁর মস্তিষ্কে ভর করে যেভাবে হরিয়ানায় সরকার গঠন করা গেছে, সেইভাবে মহারাষ্ট্রেও জোট কাটিয়ে বিজেপি-শিবসেনা সরকার হবে বলেই মনে করছেন সকলে। আগামীকাল তিনি মুম্বই যাচ্ছেন, সেখানেই শিবসেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরের সঙ্গে তাঁর বৈঠক হবে। দুই তরফের আশা, এরপরেই সব জট কেটে, সরকার গঠনের প্রক্রিয়া শুরু হবে। কিন্তু, একান্তই যদি জট না কাটে, সেক্ষত্রে মহারাষ্ট্রে বিজেপি-এনসিপি সরকারের সম্ভাবনাও কিন্তু ক্রমশ উজ্জ্বল হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!