এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > পঞ্চায়েত ভোট নিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা

পঞ্চায়েত ভোট নিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা

আগামী বছর হতে চলা পঞ্চায়েত নির্বাচন নিয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন, সেদিকে তাকিয়ে ছিলেন তৃণমূল কর্মী-সমর্থকেরা। বিশেষ করে রাজ্যজুড়ে বিজেপির বাড়বাড়ন্তের মাঝে, পঞ্চায়েতে বিরোধীশূন্য করার জন্য তাঁর নির্দেশ কি হয় নজর ছিল সেদিকেই। পঞ্চায়েত ভোট নিয়ে মুখ্যমন্ত্রী এদিনের কোর কমিটির বৈঠক থেকে যা বললেন –
১. পঞ্চায়েক নির্বাচন এখনও অনেক দেরি আছে। পঞ্চায়েত নির্বাচন নিয়ে আমি এখনই কিছু বলব না।
২. সব নির্বাচনই সবার নির্বাচন। বিধানসভা নির্বাচন হয়ে গেছে বলে এমএলএরা কাজ করবেন না এটা যেন না হয়। বিধায়ক, সাংসদ সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। মে- জুনে পঞ্চায়েত নির্বাচন হওয়ার কথা।
৩. আগামী আটই নভেম্বর থেকে টানা পনেরো দিন আন্দোলন করবে তৃণমূল। জেলায় জেলায়, ব্লকে ব্লকে, পঞ্চায়েতে পঞ্চায়েতে আন্দোলনে নামবে তৃণমূল কংগ্রেস।
৪. আমরা জানি কি করে মানুষের পাশে দাঁড়াতে হয়, মানুষের হয়ে কাজ করতে হয়। এখন থেকেই ব্লক, পঞ্চায়েত স্তরে এলাকায় এলাকায় মিটিং করতে হবে। প্রতি বুথে সপ্তাহে দুটি-তিনটি করে মিটিং করুন। মানুষের সমস্যার কথা শুনুন। দরকার হলে আমার কাছে পাঠান। আমি জেলা মিটিং করি তখন সব সমস্যা বলতে দেওয়া হয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!