এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > তৃণমূলের কোর কমিটির বৈঠক, মুকুল রায় প্রসঙ্গে মমতা কি বললেন?

তৃণমূলের কোর কমিটির বৈঠক, মুকুল রায় প্রসঙ্গে মমতা কি বললেন?

এদিনের তৃণমূল কংগ্রেসের কোর কমিটির বৈঠকে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নজরুল মঞ্চ থেকে মুকুল রায় প্রসঙ্গে কি বলেন তার দিকে নজর ছিল দলীয় নেতা কর্মীদের।নাহ, মুকুল রায়ের নাম স্বাভাবিক ভাবেই তিনি মুখে আনেননি, তবে নাম না করে এদিন তৃণমূল নেত্রী সামগ্রিকভাবে দলত্যাগীদের বা দলত্যাগে ইচ্ছুকদের কড়া বার্তাই দিলেন। তিনি বলেন –
১. যাঁরা দলকে নিয়ে গর্ববোধ করেন না তাঁদের দলে জায়গা নেই। দলে থেকে দল বিরোধী কাজের জায়গা নেই। নিজের স্বার্থের জন্য কাজ করা চলবে না। সবাইকে নিয়ে চলতে হবে। সুনাম অর্জন করতে সময় লাগে।
২. রাম, শ্যাম, ঘনশ্যাম এক হয়ে গিয়েছে। আমার দুটো নয়, হাজারটা চোখ কাজ করে।
৩. সবাইকে নিয়ে যে চলে সে নেতা। একা যে চলে সে নেতা নয়।
৪. সব জেলায় সব নেতাকা এক সঙ্গে কাজ করতে হবে, কোনও ঝগড়া চবে না। জেলায় জেলায় নেতাদের দাবিত্ব ভাগ করে দিলেন, নিজেদের স্বার্থে ঝগড়া করা চলবে না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!