এখন পড়ছেন
হোম > জাতীয় > যোগীর ওপর ভরসা কমছে মোদীর, উত্তরপ্রদেশ নিয়ে বড় সিদ্ধান্ত বিজেপির!

যোগীর ওপর ভরসা কমছে মোদীর, উত্তরপ্রদেশ নিয়ে বড় সিদ্ধান্ত বিজেপির!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  ভারতবর্ষের মধ্যে সবথেকে বড় রাজ্য হিসেবে পরিচিত উত্তরপ্রদেশ। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলেন, উত্তরপ্রদেশে যে দল ক্ষমতায় থাকে, তারাই ভারতবর্ষের ক্ষমতা দখল করে। বর্তমানে উত্তরপ্রদেশের ক্ষমতায় রয়েছে ভারতীয় জনতা পার্টি। হিন্দুত্বের পোস্টার বলে পরিচিত যোগী আদিত্যনাথের মুখ্যমন্ত্রীত্বে দিনকে দিন এখানে শক্তিশালী হয়েছে গেরুয়া শিবির। কিন্তু সামনেই উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন রয়েছে।

আগামী বছরের নির্বাচন নিয়ে এখন থেকেই তৎপর হতে দেখা যাচ্ছে গেরুয়া শিবিরকে নরেন্দ্র মোদী এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের অত্যন্ত আস্থাভাজন উত্তরপ্রদেশের বিজেপির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বর্তমানে তার সঙ্গে নরেন্দ্র মোদীর সম্পর্ক খুব একটা ভালো নেই বললেই চলে। উত্তরপ্রদেশ প্রশাসনের একাধিক কার্যকলাপে কার্যত বিরক্ত প্রধানমন্ত্রী।

আর এই পরিস্থিতিতে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে নিজের স্বচ্ছ ভাবমূর্তি বজায় রাখতে নানা কৌশল অবলম্বন করে চলেছেন উত্তরপ্রদেশের বিজেপির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কিন্তু তা সত্ত্বেও এবার উত্তরপ্রদেশ নিয়ে বড় সিদ্ধান্ত নিল ভারতীয় জনতা পার্টি। যেখানে যোগী আদিত্যনাথ থাকার পরেও, সেখানকার সংগঠনে বড় জায়গা দেওয়া হলেও নরেন্দ্র মোদীর অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত প্রাক্তন আমলা এ কে শর্মাকে। স্বাভাবিক ভাবেই জল্পনা ক্রমশ বাড়ছে।

সূত্রের খবর, নরেন্দ্র মোদীর অত্যন্ত ঘনিষ্ঠ বলেই পরিচিত প্রাক্তন আইএএস অফিসার একে শর্মাকে উত্তরপ্রদেশে বিজেপির সহ সভাপতি করা হয়েছে। আগামী 2022 সালে উত্তরপ্রদেশ বিধানসভা কেন্দ্রের নির্বাচন। তার আগে নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ এই প্রাক্তন আমলাকে বিজেপির সংগঠনের দায়িত্ব দিয়ে যোগী আদিত্যনাথকে বার্তা দিতে চাইল বলেই মনে করা হচ্ছে। এক্ষেত্রে নরেন্দ্র মোদীর সঙ্গে যোগী আদিত্যনাথের সম্পর্ক এখন খুব একটা ভালো নয়। তাই আগামী দিনের জন্য যোগী আদিত্যনাথের ওপর চাপ বাড়ানোর ক্ষেত্রে এ কে শর্মাকে দায়িত্ব দেওয়া হল বলেই দাবি একাংশের।

অনেকে বলছেন, তাহলে কি উত্তরপ্রদেশে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির নতুন মুখ হতে চলেছে? যোগী আদিত্যনাথের বদলে মুখ হতে চলেছেন এ কে শর্মা? কেননা যোগী আদিত্যনাথের সঙ্গে যখন নরেন্দ্র মোদীর দূরত্ব তৈরি হয়েছে, ঠিক তখনই উত্তরপ্রদেশের বিজেপির সংগঠননে একে শর্মাকে দায়িত্ব দেওয়ার ফলে তার কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে গেরুয়া শিবিরের অন্দরমহলে।

তবে গেরুয়া শিবিরের একাংশ বলছেন, এর সঙ্গে জল্পনা খোঁজা বৃথা। আগামী 2022 সালের বিধানসভা নির্বাচনে যোগী আদিত্যনাথের নেতৃত্বে উত্তরপ্রদেশের লড়াই করবে ভারতীয় জনতা পার্টি। কিন্তু সাংগঠনিক কারণে সেখানে দায়িত্ব দেওয়া হয়েছে এ কে শর্মাকে। এর সঙ্গে কোনোরকম বিতর্ক না খোজাই ভালো।

তবে বর্তমানে এই ব্যাপারে বিজেপির পক্ষ থেকে যে যুক্তিই দেওয়া হোক না কেন, সাংগঠনিক এই সিদ্ধান্ত যে যথেষ্ট চাপে রাখবে যোগী আদিত্যনাথকে, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে বিধানসভা নির্বাচনের আগে উত্তরপ্রদেশে বিজেপির সংগঠনে বড় দায়িত্ব পেলেন নরেন্দ্র মোদী ঘনিষ্ঠ প্রাক্তন আমলা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!