এখন পড়ছেন
হোম > জাতীয় > পরাজয়ের গ্লানি ভুলে এবার লাগাতার আন্দোলনের কর্মসূচি বিজেপির

পরাজয়ের গ্লানি ভুলে এবার লাগাতার আন্দোলনের কর্মসূচি বিজেপির


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা ভোটের ফলাফল দলকে হতাশ করেছে। দলের প্রায় সর্বশক্তি ব্যবহার করেও আসেনি কাঙ্ক্ষিত সাফল্য। এরপর থেকেই কেমন একটা অচলায়তনের পরিবেশ সৃষ্টি হয়েছে রাজ্য বিজেপিতে। ভোট পরবর্তী হিংসার বিরুদ্ধে প্রতিবাদে নেমেছে বিজেপি। কিন্তু সেভাবে বড়োসড়ো আন্দোলনের পথে নামতে পারেনি। এদিকে লকডাউন থাকায় রাজনৈতিক সমাবেশ বন্ধ রয়েছে। এই পরিস্থিতিতে দল যেন কিছুটা ঝিমিয়ে পড়েছে। এই অবস্থার পরিবর্তন আনতে বিশেষ পদক্ষেপ নিল বিজেপি।

পরাজয়ের পর দলের হতাশ কর্মীদের মনোবল ফিরিয়ে আনতে বিশেষ পদক্ষেপ নিয়েছে বিজেপি। গত বৃহস্পতিবার কলকাতার হেস্টিংসের দপ্তরে বিজেপির কেন্দ্রীয় নেতা অমিত মালব্য, অরবিন্দ মেনন, শিব প্রকাশকে নিয়ে দলের বৈঠক চলে। যেখানে দলের বেশ কিছু কর্মসূচি স্থির করা হয়েছে। জানানো হয়েছে, আগামী ২১ সে জুন আন্তর্জাতিক যোগ দিবসের দিনে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করবে বিজেপি। এরপর দলের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যু দিন ২৩ সে জুন থেকে শুরু করে তাঁর জন্মদিন ৬ ই জুলাই পর্যন্ত লাগাতার আন্দোলন করবে বিজেপি। রাজ্য নেতারা বিভিন্ন স্থানে গিয়ে কর্মসূচি পরিচালনা করবেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজ্যের ভোট পরবর্তী হিংসা নিয়ে এবার বড়োসড়ো আন্দোলনের পথে নামার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। রাজ্যে এখন লকডাউন থাকার কারণে বড়সড় বিক্ষোভ দেখানো সম্ভব না হলেও, জেলায় জেলায় ছোট ছোট বিক্ষোভ কর্মসূচির আয়োজন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সরকারের নির্দেশ মেনে ছোট জমায়েতের মাধ্যমে আন্দোলন চলবে একেবারে বুথ স্তরে। এদিকে আগামী ২১ সে জুন রয়েছে আন্তর্জাতিক যোগ দিবস।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রস্তাবে এদিন ঘোষণা করা হয়েছিল রাষ্ট্রসঙ্ঘের পক্ষ থেকে। প্রতিবছর দিনটি বিশেষ ভাবে পালন করে বিজেপি। তবে, এবার লকডাউন থাকার কারণে এদিন বড় জমায়েত না করে দেশজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিজেপির পক্ষ থেকে। এইদিনে দলের রাজ্য সংগঠনকেও সতেজ করার সিদ্ধান্ত নিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এরপর ২৩ সে জুন থেকে শুরু করে ৬ ই জুলাই পর্যন্ত চলবে দলের টানা কর্মসূচি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!