এখন পড়ছেন
হোম > জাতীয় > ডিসেম্বরের মধ্যেই বিজেপিতে নতুন সভাপতি? জল্পনা বাড়ালেন খোদ অমিত শাহ!

ডিসেম্বরের মধ্যেই বিজেপিতে নতুন সভাপতি? জল্পনা বাড়ালেন খোদ অমিত শাহ!


নতুন বছর শুরুর আগেই ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি পদে নতুন মুখ আসতে চলেছে বলে খবর। সোমবার সেরকমই ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্বন্ধে এরম গুজব আগেও উঠেছিল যে তিনি বিজেপি সভাপতি পদ ছেড়ে দিচ্ছেন।

2019 সালের গত লোকসভা নির্বাচনের পরেও পুনরায় এই গুজব ওঠে। এতদিন এটি গুজব নামে পরিচিত হলেও, বর্তমানে বিজেপির সভাপতি দায়িত্বে থাকা অমিত শাহ নিজেই স্বীকার করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি পদ তিনি ছাড়তে চলেছেন।কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, নতুন বছর শুরুর আগেই অর্থাৎ ডিসেম্বরের মধ্যেই বিজেপির নতুন সভাপতি আসতে চলেছেন। অনেকের মনেই প্রশ্ন জেগেছে, তাহলে কি দলের রাশ পেছন থেকে অমিত শাহের হাতেই থাকবে ?

এ প্রসঙ্গে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে অমিত শাহের বক্তব্য জানা গেছে। তিনি দলের পেছন থেকে রাশ টানার বিষয়টি সম্পূর্ণ খারিজ করে জানিয়েছেন, ‘এই ধরনের দাবি 2014 সালে আমি যখন বিজেপি সভাপতি নির্বাচিত হয়েছিলাম, তখনও উঠেছিল। যখন আমি দায়িত্ব নিয়ে কাজ শুরু করলাম, সেই সব আলোচনা বন্ধ হয়ে গেল। বিজেপি কংগ্রেসের মতো দল নয়। কেউ পিছন থেকে চালাতে পারে না দলকে।’

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি আরো বলেন, নতুন সভাপতি নির্বাচনের বিষয়ে, ‘সাংগঠনিক নির্বাচন চলছে। নতুন সভাপতি ডিসেম্বরের মধ্যেই দায়িত্ব নেবেন।’এ বছরের শেষে ডিসেম্বরেই দলীয় নির্বাচন শেষ হবে বিজেপির। আর তার মধ্যেই চলতি বছরে নতুন বিজেপির সর্বভারতীয় সভাপতির নাম ঘোষণা করা হবে। বর্তমান সর্বভারতীয় সভাপতি অমিত শাহ তাঁর পদ ছাড়তে চলেছেন। দলীয় সূত্রে খবর, আগামী ডিসেম্বরেই নতুন বিজেপি সভাপতির নাম সবার সামনে আসতে চলেছে।

বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের সভাপতি পদ ছাড়ার খবরে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। রাজনৈতিক মহলের একাংশের দাবি, কেন্দ্রীয় বিজেপি সভাপতির পদ থেকে সরে গেলে নতুন সভাপতিকে কিভাবে দল মেনে নেবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে।

অন্যদিকে রাজনৈতিক বিশেষজ্ঞদের বক্তব্য, বিজেপি দল একান্তভাবেই দলীয় নিয়মের অনুগত। সংগঠনই যেখানে মূল কথা। ব্যক্তিগত কোন পছন্দ অপছন্দ এখানে কাজ করে না। তাই সভাপতি পদে যেই থাকুন না কেন, বিজেপি দল যেভাবে চলছে সেভাবেই চলবে বলে মনে করছেন তাঁরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!