এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মান্নানের কথা রাখলেন শুভেন্দু, কংগ্রেস-বিজেপির সখ্যতায় কি সেতুবন্ধন প্রদীপ? জল্পনা তুঙ্গে!

মান্নানের কথা রাখলেন শুভেন্দু, কংগ্রেস-বিজেপির সখ্যতায় কি সেতুবন্ধন প্রদীপ? জল্পনা তুঙ্গে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  রাজ্য বিধানসভায় বহু উত্থান পতন দেখেছেন তিনি। বহু অভিজ্ঞতার সাক্ষী দীর্ঘদিন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতার ব্যক্তিগত সচিব হিসেবে কাজ করা প্রদীপ চট্টোপাধ্যায়। নিজের কর্ম জীবন থেকে অবসর নিলেও, 2011 সালের তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরেও, কংগ্রেসের নানা বিরোধী দলনেতার ব্যক্তিগত সচিব হিসেবে কাজ করেছেন তিনি। তবে এবার কংগ্রেস এবং বামফ্রন্ট যেহেতু একটি আসনও দখল করতে পারিনি, সেদিক থেকে বিজেপি 77 টি আসন দখল করে রাজ্যে বিরোধী দলের জায়গা দখল করেছে।

আর তখন থেকেই রাজ্য বিধানসভার নতুন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সচিব কে হবেন, তার দিকে নজর ছিল সকলের। তবে এবারেও কার্যত পাদপ্রদীপে উঠে এলেন সেই প্রদীপ চট্টোপাধ্যায়। বস্তুত, সিদ্ধার্থশঙ্কর রায় থেকে শুরু করে সদ্য প্রাক্তন রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নানের ব্যক্তিগত সচিব ছিলেন এই প্রদীপ চট্টোপাধ্যায়।

কিন্তু বিজেপি রাজ্যের বিরোধী দলের জায়গা দখল করার কারণে তাকে এবারে শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সচিব রাখা হবে কিনা, তা নিয়ে জল্পনা তৈরি হয়। কিন্তু শেষ পর্যন্ত শুভেন্দু অধিকারীর কাছে সেই প্রদীপ চট্টোপাধ্যায়কে রেখে দেওয়ার প্রস্তাব দেন রাজ্যের প্রাক্তন বিরোধী দলনেতা আব্দুল মান্নান। আর সেই প্রস্তাবে সায় দিয়ে প্রদীপবাবুকে নিজের ব্যক্তিগত সচিব করলেন শুভেন্দু অধিকারী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অর্থাৎ এতদিন কংগ্রেসের নানা নেতার হয়ে দীর্ঘ কাজের অভিজ্ঞতা থাকা প্রদীপ চট্টোপাধ্যায় এবার বিজেপির বিরোধী দলনেতার ব্যক্তিগত সচিব হয়ে গেলেন। যার জেরে জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। অনেকে বলছেন, সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে আদায়-কাঁচকলায় সম্পর্ক। বাংলাতেও তার ব্যতিক্রম নয়। তবে যত সময় গিয়েছে, ততই রাজ্যে অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছে কংগ্রেস। কিন্তু 2016 সাল থেকে কংগ্রেসের বিরোধী দলনেতা ছিলেন আবদুল মান্নান।

তবে এবারের বিধানসভা নির্বাচনে বাম এবং কংগ্রেস একটিও আসন দখল করতে পারেনি। সেদিক থেকে তাদের কোনো প্রতিনিধি রাজ্য বিধানসভায় যায়নি। তবে বিরোধী দলের জায়গা দখল করেছে ভারতীয় জনতা পার্টি। শুভেন্দু অধিকারী হয়েছেন বিরোধী দলনেতা। আর তারপরেই দীর্ঘদিন তার ব্যক্তিগত সচিব থাকা প্রদীপ চট্টোপাধ্যায়কে যাতে শুভেন্দু অধিকারী নিজের ব্যক্তিগত সচিব রাখেন, তার জন্য তার কাছে একটি প্রস্তাব দেন রাজ্যের প্রাক্তন বিরোধী দলনেতা আব্দুল মান্নান। আর পরিষদীয় কাজের দীর্ঘ অভিজ্ঞতা থাকা প্রদীপবাবুকে আব্দুল মান্নানের কথামত এবার নিজের ব্যক্তিগত সচিব করে নিলেন শুভেন্দু অধিকারী।

ইতিমধ্যেই এই ঘটনায় নতুন করে রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে। অনেকে বলছেন, বিজেপি এবং কংগ্রেসকে অনেকটাই কাছাকাছি এনে দিতে সক্ষম হলেন প্রদীপ চট্টোপাধ্যায়। এক্ষেত্রে দীর্ঘদিন কংগ্রেসের নানা নেতার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। আর প্রদীপবাবুর সেই দীর্ঘ অভিজ্ঞতাই এবার কাজে লাগাবেন বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সব মিলিয়ে বিরোধী দলের জায়গা দখল না করলেও, আব্দুল মান্নানের কথা মত ব্যক্তিগত সচিব হিসেবে বিজেপির বিরোধী দলনেতার সাথেই থেকে যাচ্ছেন প্রদীপ চট্টোপাধ্যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!