“একনায়কতন্ত্র” চালাচ্ছেন বলে মমতাকে আক্রমণ করতেই, রাহুল গান্ধীকে পাল্টা আক্রমণ শানালেন ফিরহাদ হাকিম কলকাতা জাতীয় রাজ্য March 24, 2019 আসন্ন লোকসভা নির্বাচনে জাতীয় রাজনীতিতে এতদিন বিজেপি বিরোধিতায় কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধী এবং বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় হাতে হাত ধরে চললেও নির্বাচনের প্রচারে এসে বাংলার মাটিতে পা রেখেই মালদার জনসভা থেকে সেই রাজনৈতিক স্বতীর্থ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাহুল গান্ধীর তীব্র আক্রমণ শানানোর ঘটনা নিয়েই এখন সরগরম রাজ্য রাজনীতি। সূত্রের খবর, গতকাল মালদার চাচোলে দলীয় জনসভায় যোগ দিয়ে বিজেপিকে কটাক্ষ করার পাশাপাশি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায়কে “রাজ্যে একনায়কতন্ত্র চলছে” বলে বাংলার কৃষকদের দুরাবস্থার কথা তুলে ধরেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি। আর এতেই তীব্র ক্ষুব্ধ হন তৃণমূলের নেতৃত্বরা। তড়িঘড়ি কংগ্রেসের সর্বভারতীয় সভাপতিকে আক্রমণের জন্য মাঠে নামানো হয় হেভিওয়েট তৃণমূল নেতা ফিরহাদ হাকিম ও জ্যোতিপ্রিয় মল্লিককে। এদিন রাহুল গান্ধীর বক্তব্যের পাল্টা তাকে খোঁচা দিয়ে ফিরহাদ হাকিম বলেন, “এই রাজ্যের কৃষকদের বর্তমান অবস্থা সম্পর্কে উনি কোনো খোঁজ খবরই রাখেন না। বাংলার কৃষকদের আয় এখন তিনগুণ বেড়েছে। আসলে এখানকার কংগ্রেস নেতাদেরও গভীরতা ও তথ্য সংগ্রহ করে তাদের কেন্দ্রীয় নেতাদের হাতে তুলে দেবার ক্ষমতা নেই। শুধু এতটুকুই বলব যেখানে বিজেপি ও কংগ্রেস লড়ছে সেইখানেই উনি লড়াই করুন। বাংলায় বিজেপিকে আটকাতে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই পারেন। তাই বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথেই আছেন।” আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - অন্যদিকে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতিকে আক্রমন করে উত্তর 24 পরগনা জেলা তৃণমূল সভাপতি তথা মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, “আসলে রাজ্যের কৃষকদের বর্তমান অবস্থা সম্পর্কে রাহুল গান্ধির কোনো ধারনাই নেই। তাই এখানে এসে উল্টোপাল্টা বকছেন।” রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, জাতীয় রাজনীতিতে বিজেপি বিরোধিতায় কংগ্রেসের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় হাত ধরলেও বাংলায় তৃণমূলের সাথে তারা কোনরূপ আপোস করবে না বলে এতদিন হাইকমান্ডকে জানিয়ে এসেছিলেন প্রদেশ কংগ্রেসের নেতারা। কিন্তু এবার রাহুল গান্ধী রাজ্যে এসে সেই মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের বিরুদ্ধে আক্রমন করলে বিজেপির পাশাপাশি রাজ্যের শাসক দল তৃণমূলকে যে কংগ্রেসের বিরুদ্ধেও লড়তে হবে সেই ব্যাপারে একপ্রকার নিশ্চিত রাজনৈতিক মহল। আপনার মতামত জানান -