মুকুল রায়ের বিজেপি তে যোগদান প্রসঙ্গে মুখ খুললেন সুজন চক্রবর্তী বিশেষ খবর রাজ্য November 4, 2017 একসময়ের শাসকদলের অঘোষিত দুনম্বর মুকুল রায় বিজেপিতে যোগদান করার পর একে একে সামনে আসতে শুরু করেছে সমস্ত প্রথম সারির রাজনৈতিক নেতার। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী। তিনি পুরো ব্যাপারটিকেই মমতা ব্যানার্জী-মুকুল রায়ের ‘গত আপ গেম’ বলে আখ্যা দেন। সুজনবাবুর ভাষায়, একই মাস্টারের যেমন দুই ছাত্র হয়, তেমনই আর কী! মমতার হয়ে সব কাজ ছেড়ে এবার মোদীর বাড়িতে গিয়েছেন। তার আসল কাজ মোদী-দিদি সম্পর্ক অটুট রাখা। সেই কাজই এবার তিনি গুরুত্ব সহকারে করত চলেছেন। এখন থেকে মোদী আর দিদির আঁতাতে সমন্বয় সাধন করবেন মুকুল রায়। এই তো উদ্দেশ্য। আদতে এতে বাংলার রাজনৈতিক চালচিত্রের তেমন কোনও পরিবর্তন হবে না। পুরোপুরি তৃণমূল-বিজেপির সেটিং-এর ব্যাপার এটি। আপনার মতামত জানান -