এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “মমতার কথা শুনছে না পুলিশ” একি বলে বসলেন হেভিওয়েট!

“মমতার কথা শুনছে না পুলিশ” একি বলে বসলেন হেভিওয়েট!


 

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট-  পঞ্চায়েত নির্বাচনের মুখে দিকে দিকে বোমা, গুলির আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে। যা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা।‌ আর এই পরিস্থিতিতে গোটা বিষয়ে রাজ্যের পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে দিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার। তার দাবি, হয় মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে মিথ্যে কথা বলেছেন, তা না হলে তার কথা পুলিশ প্রশাসন শুনছে না।

প্রসঙ্গত, এদিন এই বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বালুরঘাটের বিজেপি সাংসদ বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় এক বছর আগে বলেছিলেন, সমস্ত বোমা উদ্ধার করতে হবে। হয়তো তার কথা পুলিশ প্রশাসন শুনছে না। আর যদি তা না হয়, তাহলে প্রকাশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ প্রশাসনকে বলেছিলেন, বোমা উদ্ধার করতে। কিন্তু আড়ালে গিয়ে তিনি বলে দিয়েছিলেন, সব বোমা উদ্ধার করতে হবে না। তৃণমূলের গুলো রেখে দাও, বাকিগুলো উদ্ধার করো। সুতরাং প্রশাসনের শীর্ষে যিনি রয়েছেন, তিনিই এটা সঠিক ভাবে বলতে পারবেন।”

পর্যবেক্ষকদের মতে, এই বক্তব্যের মধ্যে দিয়ে রাজ্যে ক্রমাগত বোমাবাজির ঘটনায় পুলিশ মন্ত্রীর দিকেই অভিযোগের আঙুল তুললেন বিজেপির রাজ্য সভাপতি। প্রশ্ন তুললেন, মুখ্যমন্ত্রী নির্দেশের পরেও কেন এতদিন বোমা উদ্ধার করতে সক্রিয় ছিল না পুলিশ! আর সুকান্তবাবুর এই বক্তব্য যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যথেষ্ট চাপের কারণ হয়ে দাঁড়াবে, সেই ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!