এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “মুখ্যমন্ত্রীর চিহ্নিত বোমাবাজকেই জেড প্লাস” বোমা ফাটালেন বিজেপি নেতা!

“মুখ্যমন্ত্রীর চিহ্নিত বোমাবাজকেই জেড প্লাস” বোমা ফাটালেন বিজেপি নেতা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন পর্বের প্রথম দিন থেকেই উত্তপ্ত হয়েছে ভাঙ্গর। বিভিন্ন সময় বোমাবাজির ঘটনায় সেই এলাকাকে নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। তবে সেই ভাঙড়ের দায়িত্বে থাকা তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে রাজ্য সরকারের পক্ষ থেকে জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা প্রদান করা হয়েছে। আর এবার সেই ব্যাপারেই মুখ্যমন্ত্রীর মন্তব্যকে তুলে ধরে শওকত মোল্লাকে কটাক্ষ ছুড়ে দিলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। তার দাবি, মুখ্যমন্ত্রীর যাকে বোমাবাজ বলেছেন চিহ্নিত করেছেন, তাকেই জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে বিজেপি নেতা শমীক ভট্টাচার্যকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই হেভিওয়েট বিজেপি নেতা বলেন, “তৃণমূলের লক্ষ্যই হচ্ছে, সর্বত্র বিরোধী শূন্য করে দেওয়া। মুখ্যমন্ত্রী যাকে প্রকাশ্যে বোমাবাজ বলে চিহ্নিত করেন, আমরা বলছি না, মুখ্যমন্ত্রী নিজে যাকে বলছেন, সেই ব্যক্তিকেই জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হচ্ছে। সুতরাং এখানে আর কি হবে!”

বলা বাহুল্য, বেশ কয়েক বছর আগে একটি প্রশাসনিক বৈঠকে শওকত মোল্লাকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী বলেছিলেন, “তোরা তো জীবনতলায় শুধু মারপিট করিস, আর বোম বাঁধিস।” আর মুখ্যমন্ত্রীর সেই মন্তব্যকে হাতিয়ার করেই এবার শওকত মোল্লাকে জেড প্লাস ক্যাটাগরি দিতেই কটাক্ষ ছুড়ে দিলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য‌। যার ফলে শাসক দল অত্যন্ত চাপের মুখে পড়ে গেল বলেই মনে করছেন একাংশ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!