“তিনটি কৃষি আইনের ফলে সবচেয়ে বেশি ক্ষতি হবে কৃষকদের। আপনাদের সব কিছু কেড়ে নেবে। কিছুই পাবেন না।”- তোপ মমতার তৃণমূল বর্ধমান রাজনীতি রাজ্য February 9, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ পানাগড়ে মাটি উৎসবে যোগদান করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠানে মাটি নিয়ে লেখা তাঁর স্বরচিত কবিতা পাঠ করলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী জানালেন যে, রাষ্ট্রসঙ্ঘের বহু পূর্বেই রাজ্যে সরকারের উদ্যোগে মাটি উৎসব শুরু হয়েছে। এই অনুষ্ঠান মঞ্চ থেকে কেন্দ্রীয় নয়া তিন কৃষি আইনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানালেন, নয়া তিন কৃষি আইনের ফলে সবচেয়ে বেশি ক্ষতি হবে কৃষকদের। মুখ্যমন্ত্রী জানালেন যে, কেন্দ্রের নয়া কৃষি আইন কৃষকদের সমস্ত কিছু কেড়ে নেবে। কিছুই কৃষকরা পাবেন না। তাঁরা খেতে পাবেন না। আলুসেদ্ধ ভাতও খেতে পাবেন না তাঁরা। কেন্দ্রের আইনে কৃষকেরা বড় বিপদে পড়বেন। কৃষকের ফসল জোর করে শিল্পপতিরা কেড়ে নিতে পারবে। দিল্লিতে তৈরি হয়েছে বড় বড় গোডাউন। দিল্লি, হরিয়ানাতে চলছে কৃষক আন্দোলন। তাঁরা এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন। কৃষকদের সঙ্গে কথা বলতে দিল্লীতে পাঠানো হয়েছে প্রতিনিধি। কিন্তু তাঁদের প্রতিনিধিদের কথা বলতে দেয়া হয়নি। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - মুখ্যমন্ত্রী জানান যে, বাংলার কৃষকদের জন্য শস্য বীমা করা হয়েছে। কৃষকদের কাছ থেকে সরকার সরাসরি ধান কিনে থাকে। কৃষক বন্ধু প্রকল্পের সব টাকা রাজ্য সরকার দিয়ে থাকে। রাজ্যের ৫০ লক্ষ কৃষক এই প্রকল্পের আওতাভুক্ত। মুখ্যমন্ত্রী জানান যে, সরকারের একমাত্র লক্ষ্য হলো কৃষকদের উন্নতি করা। গত, ২০১২ সাল থেকে মাটি উৎসবের সূচনা হয়েছে। মুখ্যমন্ত্রী জানালেন যে, কেন্দ্রীয় সরকার আইন করে পুঁজিপতিদের সুবিধা করে দিয়েছে। এই আইনের দ্বারা সব ফসল পুঁজিপতিরা তুলে নিয়ে যাবে। কৃষকেরা ফেলবে শুধু চোখের জল। কিন্তু চাষীদের উপর এই অত্যাচার তাঁরা কিছুতেই হতে দেবেন না। তিনি অভিযোগ করেছেন যে, বাংলার কৃষকদের কেন্দ্র বঞ্চিত করে রেখেছে। রাজ্য কেন্দ্রের এক টাকাও পায় না। বাংলা থেকে থেকে কম ধান কেনে কেন্দ্র। কৃষকদের উদ্দেশ্যে তিনি জানালেন যে, রাজ্য কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কিনবে। এ বিষয়ে তাদের দুশ্চিন্তা না করতে। মুখ্যমন্ত্রী জানালেন যে, এ বছর থেকে কৃষকদের ৬ হাজার টাকা করে দেয়া হবে। ভাগচাষীরা পাবেন ৩ হাজার টাকা করে। তিনি জানালেন বাংলা শস্য বীমা যোজনা সম্পূর্ণ বিনামূল্যে করা হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, মাটির অধিকার সবচেয়ে বেশি রয়েছে কৃষকদের। রাজ্যের ৭৩ লক্ষ কৃষককে কৃষক বন্ধু প্রকল্পের আওতাভুক্ত করা হবে। এখনো পর্যন্ত ৫৫ লক্ষ কৃষক এতে নাম নথিভুক্ত করেছেন। আপনার মতামত জানান -