এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > প্রধান অতিথি আসার আগেই উদ্বোধন করে চলে গেলেন তৃণমূল বিধায়ক, ক্রমশ চওড়া হচ্ছে গোষ্ঠীকোন্দল !

প্রধান অতিথি আসার আগেই উদ্বোধন করে চলে গেলেন তৃণমূল বিধায়ক, ক্রমশ চওড়া হচ্ছে গোষ্ঠীকোন্দল !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এবার কি তৃণমূলের ঘরেই দ্বন্দ্ব শুরু হবে? ভোটের আগে নতুন কোন ইঙ্গিত পাওয়া যাচ্ছে? এমন সব প্রশ্নের জবাবে সামনে এসেছে আসানসোলের একটি ঘটনা, কিনা তৃণমূলের গোষ্ঠদ্বন্দের ব্যাপারেই ইঙ্গিত দিচ্ছেন বলে মনে করছেন রাজনীতিবিদরা। বস্তুত, আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির পথবাতি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি বিধায়ক তথা সংস্থার ভাইস চেয়ারম্যান আসার আগেই আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়রের পথবাতি উদ্বোধন করে চলে যাওয়া নিয়েই সমস্যা দেখা দিয়েছে বলে জানা গেছে।

কিন্তু ঠিক কি হয়েছিল সেদিন? জানা গেছে, সম্প্রতি কুলটির ধেমোমেন থেকে নিয়ামতপুর পর্যন্ত জিটিরোড, নিয়ামতপুর থেকে ইস্কো বাইপাস রোড-সহ চলবলপুর রোড এলাকায় পথবাতি বসানো হয়েছে। প্রায় দশ কিলোমিটার রাস্তা আলোকিত করতে প্রায় ২ কোটি টাকা খরচও হয়েছে। আর এই। কাজ করা হয়েছে এডিডিএ’র পক্ষ থেকে। আর এই প্রকল্পটি শনিবার রাতে উদ্বোধন করার কথা ছিল কুলটির বিধায়ক তথা এডিডিএ’র ভাইস চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়ের। কিন্তু আদপে সেই ঘটনা ঘটেনি বলেই জানা গেছে।

এদিন পরিকল্পনা মাফিক ধেমোমেন এলাকায় একটি মঞ্চ তৈরি করা হয়। সেই সঙ্গে উদ্বোধনের প্রস্তুতির মধ্যে ঘটনাস্থলে আসেন আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র তবসুম আরা। তাঁর সঙ্গে ছিলেন তৃণমূলের জেলা সহ-সভাপতি বাচ্চু রায়ও। তথ্য সূত্রে জানা গেছে, এদিন তাঁরা নিজেরাই নাকি ধেমোমেন থেকে শুরু করে ইস্কো বাইপাস ও চলবলপুর রোডের স্ট্রিট লাইটগুলি জ্বালিয়ে দিয়ে প্রকল্পের উদ্বোধন করে দেন। আর। জানিয়েই তৈরি হয় জল্পনা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেক্ষেত্রে সরকারি নিয়ম ভেঙে এমন ঘটনা কেন ঘটালেন, এই প্রশ্নের জবাবে জানা গেছে যে এই প্রকল্পটির জন্য যা খরচ হয়েছে, তার পুরো টাকাটাই নাকি আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র তবসুম আরা একার উদ্যোগে রাজ্যের পুর ও নগরোন্নোয়নমন্ত্রী ফিরহাদ হাকিমের কাছ থেকে অনুমোদন করিয়ে এনেছিলেন। অথচ প্রকল্পের উদ্বোধনে তাঁকেই আমন্ত্রণ জানানো হয়নি। তাই এই প্রকল্পের উদ্বোধন তিনিই করেছেন বলে জানিয়েছেন তিনি।

অন্যদিকে এই ঘটনার ঘন্টা খানেক পর বিধায়ক তথা সংস্থার ভাইস চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় সেখানে উপস্থিত হন বলে জানা যায়। তিনি আসতেই সমস্ত স্ট্রিট লাইট নিভিয়ে দেওয়া হয়। এরপর উজ্জ্বলবাবু নিজে বিদ্যুত্‍ সংযোগ করে নতুন করে স্ট্রিট লাইটগুলি জ্বালিয়ে দেন। এদিন উজ্জ্বলবাবুর আগেই যে এর উদ্বোধন হয়ে গেছে সেই বিষয়ে জানতে চাইলে তিনি জানান যে, কে কী করেছে, তা তিনি জানেন না। গত মার্চ মাস থেকে সবাইকে সঙ্গে নিয়ে এই কাজটি তিনি করেছেন। সেটি এতদিনে সার্থক রূপ পেয়েছে।

অন্যদিকে, এই বিষয়ে আসানসোল পুরনিগমের মেয়র তথা জেলা তৃণমূল সভাপতি জিতেন্দ্র তিওয়ারিকে প্রশ্ন করা হলে তিনি বলেন যে কুলটিতে আলো জ্বলে উঠল, উজ্জ্বলময় হয়ে উঠল এলাকা। এর বেশি তিনি আর কিছুই দেখতে পাচ্ছেন না। তবে এই প্রসঙ্গে বিশেষজ্ঞদের মতে, জিতেন্দ্রবাবু দেখতে না পেলেও, তবসুম আরা বনাম উজ্জ্বল চট্টোপাধ্যায়ের দ্বন্দ্ব যে শুরু হয়ে গেছে, তা কারোরই চোখ এড়ায়নি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!