এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > আগে কাজ করুন, পরে প্রতিক্রিয়া দেবেন! করোনা আবহে রাজ্যপালের নজিরবিহীন আক্রমন মুখ্যমন্ত্রীকে

আগে কাজ করুন, পরে প্রতিক্রিয়া দেবেন! করোনা আবহে রাজ্যপালের নজিরবিহীন আক্রমন মুখ্যমন্ত্রীকে

দীর্ঘ সময় ধরে বাংলার রাজনীতিতে দেখা গেছে রাজ্যপাল জগদীপ ধনকর এর সঙ্গে রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাকযুদ্ধ চলেছে। রাজ্যে যেকোনো ঘটনাই ঘটুক না কেন, রাজ্যপাল জগদীপ ধনকর তাঁর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। এই নিয়ে রাজ্য সরকারও বিভিন্ন সময় পাল্টা প্রতিক্রিয়াও জানিয়েছে। তবে রাজ্যে এই মুহূর্তে উপস্থিত করোনার সংকটকালে প্রথমদিকে রাজ্যপাল জগদীপ ধনকর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভুয়সী প্রশংসায় ভরিয়ে দেন।

রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়, তাহলে কি রাজ্য সরকারের প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টে যাচ্ছে রাজ্যপাল জগদীপ ধনকরের? অবস্থা যে বিন্দুমাত্র বদলায়নি তা আবারও সামনে এলো রাজ্যপালের করা একটি টুইট ঘিরে। সম্প্রতি টুইটারের মাধ্যমে রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে গঠনমূলক ব্যবস্থা গ্রহণের দিকে বিশেষ নজর দেওয়ার জন্য পরামর্শ দেন বলে জানা গেছে। এই টুইট যুদ্ধ শুরু হয়েছে বুধবার থেকে। প্রথম থেকে করনা পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ হলেও বুধবার একটি টুইটের মাধ্যমে রাজ্যপাল জগদীপ ধনকর অভিযোগ করেন করোনা পরিস্থিতি সামলাতে রাজ্য পুলিশ চূড়ান্ত ব্যর্থ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর তার জন্যই প্যারা মিলিটারি ফোর্স নামানোর পক্ষে সওয়াল করেন তিনি। এ প্রসঙ্গে পরবর্তীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও চুপ থাকেননি। তিনিও পাল্টা উত্তর দিয়ে নবান্ন থেকে এদিন বলেছেন, ‘অনেকে প্যারা মিলিটারি ফোর্সের কথা বলছেন। এভাবে বললেই হল? প্যারা মিলিটারি ফোর্স কী করবে? আরে আর্মির ডাক্তারদেরও তো করোনা হচ্ছে।’ পাশাপাশি মুখ্যমন্ত্রী একটি প্রশ্নের অবতারণা করেন এদিন। তিনি বলেন, ‘এই সময়ও ঘোলা জলে মাছ ধরা কী খুব প্রয়োজন?’ এই বক্তব্যের পাল্টা দেওয়ার জন্যই বৃহস্পতিবার সকালে একটি টুইট করেন নতুন করে রাজ্যপাল জগদীপ ধনকর।

সেখানে সরাসরি তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, ‘এটা কঠিন সময়। এখন কাজ করুন, পরে প্রতি প্রতিক্রিয়া দেবেন।’ এই ঘটনায় রাজনৈতিক মহলের দাবি, করোনা আবহে নতুন করে শুরু হতে চলেছে মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকার এবং রাজ্যপালের সংঘাত। অন্যদিকে, করোনা পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই দুঃসময়ে রাজ্যের পাশে দাঁড়ানোর জন্য তিনি সব দলকে আহ্বান জানিয়েছেন। তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, রাজ্যপাল যেভাবে রাজ্য সরকারকে মাঝেমাঝেই প্যাঁচে ফেলেন, তা বুঝে উঠতেই রাজ্য সরকারের সময় চলে যায়। আপাতত রাজ্যের করোনা পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সে দিকেই লক্ষ্য রাখছেন ওয়াকিবহাল মহল।

https://twitter.com/jdhankhar1/status/1250599695719600128

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!