এখন পড়ছেন
হোম > জাতীয় > এবার থেকে রেলের টিকিট কেটে ১০% পর্যন্ত টাকা ফেরত পাওয়ার সুযোগ! জেনে নিন কিভাবে?

এবার থেকে রেলের টিকিট কেটে ১০% পর্যন্ত টাকা ফেরত পাওয়ার সুযোগ! জেনে নিন কিভাবে?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট -রেল কে বলা হয় দেশের ‘লাইফ লাইন’। যাত্রী পরিবহন বা পণ্য পরিবহন কোনোটাতেই জুড়ি নেই রেলের। দূরপাল্লার বিলাসবহুল রেল যেমন ভ্রমণ পিপাসু মানুষদের ভ্রমণের আনন্দ দেয়, তেমনি রেলের উপরে নির্ভর করেই চলে বহু মানুষের পড়াশোনা, চাকরি, চিকিৎসা ও জীবিকা। এ সব দিক লক্ষ্য করেই দেশে রেলপথের ক্রমবিস্তার ঘটিয়ে একের পর এক নিত্য নতুন রেলগাড়ির সংখ্যা বৃদ্ধি করে চলেছে কেন্দ্র সরকার। দেশের মোট রাজস্বের একবিরাট অংশ আসে এই রেল থেকে। কিন্তু বর্তমনে পরিস্থিতিতে দেশে করোনার প্রাদুর্ভাবের কারণে লকডাউন জারি করার ফলে দীর্ঘসময় ধরে দেশে বন্ধ রাখা হয় রেল ব্যবস্থা ।

প্রথম দিকে প্রায় সম্পুর্ন্ন ভাবে বন্ধ রাখা হয়। গত মে মাসের মাঝামাঝি থেকে অল্প অল্প করে দেশের বিভিন্ন রুটে মোট ২৩০ টি যাত্রীবাহী স্পেশাল ট্রেনের চলাচল শুরু হয়। তবে স্বাভাবিক অবস্থায় যে সংখ্যায় রেল চলাচল করে, বর্তমান সংখ্যাটি তার তুলনায় নিতান্তই নগন্য। আর এর ফলেই ব্যাপক ভাবে হ্রাস পেয়েছে রেলের আয়, ভাঁড়ারে টান পড়েছে রেলের। রেলবোর্ডের পক্ষথেকে জানানো হয়েছে, শুধু মে মাসেই যাত্রীভাড়া থেকে রেলের রাজস্ব আদায় কমে গেছে ৫৮ % । এই পরিস্থিতিতে নিজের যায় বাড়াতে এক অভিনব পন্থা নিল ভারতীয় রেল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ভারতীয় রেলের সরকারি ওয়েবসাইট ইআরসিটিসির পক্ষ থেকে জানানো হয়েছে যে, এবার থেকে রেলের ফার্স্ট, সেকেন্ড থার্ড এসি কোচ , এগজিকিউটিভ কোচ ও এসি চেয়ার কারের টিকিট বুকিং করলেই যাত্রীরা তাঁদের মোট টিকিট মূল্যের ১০ % অর্থ ফেরত পাবেন। তবে এই ক্যাশব্যাক পেতে হলে যাত্রীদের একটি বিশেষ শর্ত পূরণ করতে হবে। তা হলো, যাত্রীদের রেলের টিকিট বুকিং করতে হবে একটি একটি বিশেষ ক্রেডিট কার্ডের মাধ্যমেই। অন্যভাবে বুকিং করলে তাঁরা এই ক্যাশব্যাক পাবেন না। সংবাদসূত্রে জানা গেছে যে, গতকাল অর্থাৎ মঙ্গলবার আইআরসিটিসি একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সঙ্গে যুথবদ্ধ হয়ে একটি বিশেষ ক্রেডিট কার্ড প্রকাশ করেছে। রেল তার আয় বাড়াতে এই সিদ্ধান্ত নিয়েছে বলে বিভিন্ন মহলের জল্পনা। এর বাণিজ্যিক প্রচারও শুরু করে দিয়েছে রেল।

রেল এর পক্ষ থেকে আরো জানানো হয়েছে যে, ভারতীয় রেলের সরকারি ওয়েবসাইট আইআরসিটিসি থেকে এই বিশেষ ক্রেডিট কার্ড ব্যবহার করে রেলের টিকিট কাটলে ১০% ক্যাশব্যাক ছাড়াও পাওয়া যাবে, বিভিন্ন রেল স্টেশনের প্রিমিয়াম লাউঞ্জে প্রতি তিন মাসে একবার করে, অর্থাৎ বছরে মোট চার বার বিনামূল্যে সার্ভিস পাবার এক লোভনীয় সুযোগ। এছাড়াও, এই ক্রেডিট কার্ড ব্যবহার করলে যাত্রীরা শুধু রেল যাত্রাই নয়, বিভিন্ন ই-কমার্স সাইটের কেনাকাটার ক্ষেত্রেও বিশেষ ছাড় লাভ করবেন। রেলের এই অভিনব ব্যবসায়িক পন্থা রেলের আয় কতটা বৃদ্ধি করতে পারে , সেদিকেই দৃষ্টি সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!