এখন পড়ছেন
হোম > অন্যান্য > আজ মঙ্গলবার, এই নিয়মে করুন হনুমানজির পুজো, সব দুশ্চিন্তা ও বিপদ থেকে মিলবে মুক্তি!

আজ মঙ্গলবার, এই নিয়মে করুন হনুমানজির পুজো, সব দুশ্চিন্তা ও বিপদ থেকে মিলবে মুক্তি!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভাল ভাবে বেঁচে থাকতে কে না চায়। আমরা সকলেই চাই আমাদের অর্থ, যশ, সুখ, শান্তি, আরোগ্য লাভ হোক। তবে, শুধু চাইলেই তো হবে না। তা অর্জন করতে গেলে আমাদের যেমন সৎ, পরিশ্রমী, বুদ্ধিমান হতে হবে, তেমনই ঈশ্বরের প্রতি আস্থাশীলও হওয়া প্রয়োজন। আমরা কী জানি, আমাদের যে সাতটা দিনে সাতটি বার ঘিরে আছে সেই সাতটি বারে এক একজন দেবতা অধিষ্ঠিত থাকেন। আমরা যদি সেই বারে সেই দেবতাকে তুষ্ট করি তবে আমরা আমাদের জীবন অনেকটাই সুন্দর হয়ে ওঠে।

আজ মঙ্গলবার। জ্যোতিষ মতে মঙ্গল হলো পাপগ্রহ। তাই এই মঙ্গলের অশুভ প্রভাব থেকে আমাদের রেহাই পাওয়াটা বিশেষ ভাবে প্রয়োজনীয়। সেই ক্ষেত্রে, মঙ্গলকে প্রতিহত করতে পারেন একমাত্র একজন দেবতা। তিনি বজরঙ্গবলী হনুমানজী। মনে রাখতে হবে, হনুমানজীর জন্ম মঙ্গলবারে। মঙ্গলবার যদি কায় মনে, নিয়মিত তার পুজো কেউ করেন, আপনার সব সংকট দূর হতে বাধ্য। শুধু তাই নয়, মঙ্গলবার হনুমানজীর পুজো করলে আপনার ওপর কোনো খারাপ দৃষ্টি পড়বে না৷ আপনার পারিবারিক সুখও বজায় থাকবে।

আপনি হনুমানজীর পুজো করবেন কীভাবে? জেনে নিন কিছু প্রয়োজনীয় নিয়ম –

১. হনুমানজীর পুজোর সময় তার সামনে প্রদীপ ও ধূপ জ্বালিয়ে কলা জল, তেল, সিঁদুর, লাল কাপড় রাখতে হবে। লাল কাপড় পরিহিত হনুমানজীর মূর্তি রাখা ভীষণ শুভ।

২. পুজোর আগে পুজোর বেদিকে ভাল করে পরিষ্কার করে নিতে হবে এবং ওই স্থানটি লাল কাপড়ে ঢেকে তারওপর হনুমানজীর ছবি বা মূর্তি বসাতে হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

৩. পুজোর সময় হনুমানজীর ছবি বা মূর্তিতে অল্প পরিমান সিঁদুর লেপন করতে হবে। এর পর আপনি হনুমানজীর মূর্তিতে মালা পড়িয়ে দিন। এই সময় আপনি হনুমান চল্লিশা পাঠ করতে পারেন।

৪. অবশ্যই পুজো করার আগে স্নান করতে ভুলবেন না। আর পুজোর দিন, অর্থাৎ মঙ্গলবারে নিরামিষ খাবার খান।

৫. পুজোর সময় হনুমানজীকে পাঁচটি কলা নিবেদন করতে ভুলবেন না।

আপনি জানেন, একাগ্রতা নিয়ে প্রতি মঙ্গলবার হনুমানজীর পুজো করলে আপনি কী কী ফল পাবেন? মঙ্গলবারে হনুমানজীকে পুজো করলে এবং এক মনে হনুমান চল্লিশা পাঠ করলে আপনার মনের ভেতরের লুকিয়ে থাকা ভয় কাটবে। আপনার মনোবল বৃদ্ধি পাবে৷ আপনার সব বাঁধা বিঘ্ন অনায়াসে কাটত শুরু করবে। এছাড়াও, হনুমানজীর পুজোতে অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটবে।এই পুজোয় আপনার মনোবাসনা পূর্ণ হবে। হনুমানজী ভক্তদের বুদ্ধির বিকাশ ঘটায়।সঙ্গে, মঙ্গলবারে লাল রঙের পোষাক পরিধান করুন। তাতে আপনার প্রতি মঙ্গলের অশুভ প্রভাব অনেকাংশে কেটে যাবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!