এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > প্রতীক্ষার অবসান হতে চলেছে জুলাইতেই বের হতে চলেছে এবছরের মাধ্যমিকের রেজাল্ট

প্রতীক্ষার অবসান হতে চলেছে জুলাইতেই বের হতে চলেছে এবছরের মাধ্যমিকের রেজাল্ট


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –করোনা ভাইরাস পৃথিবীর ছুটন্ত ঘড়ির কাঁটাগুলিকে যেন এক ধাক্কায় থামিয়ে দিয়েছে। সময় কতটা স্লথ হয়ে গেছে তা হাড়ে হাড়ে টের পাচ্ছে আমাদের রাজ্যের মাধ্যমিক পরীক্ষায় বসা ছাত্র-ছাত্রীরা। মাধ্যমিকের পাঁচ মাস অতিক্রান্ত হয়ে গেছে, কিন্তু করোনা ভাইরাসের সংক্রমণের কারণে এখনও তাদের রেজাল্ট বেড় করা সম্ভব হয় নি। সাধারণত মে মাসে মাধ্যমিকের রেজাল্ট বেড় হয়। কিন্তু এবারে তা স্বাভাবিকভাবেই সম্ভব হলো না। ছাত্র-ছাত্রীরা এই নিয়ে গভীর ভাবে উদ্বিগ্ন। কবে রেজাল্ট বেড়াবে, কবে তাদের পরবর্তী সেশন শুরু হবে — সব কিছু নিয়েই ধোঁয়াশা চরমে।

তবে, এবার তাদের প্রতীক্ষার নিরসন হতে চলেছে। রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে মাধ্যমিকের ফলাফল এই জুলাই মাসেই প্রকাশিত হবে। এই রাজ্যে ১০ লক্ষেরও বেশি ছাত্র-ছাত্রী মাধ্যমিক পরীক্ষায় বসেছে। তার পর করোনা ভাইরাসের কারণে দীর্ঘ দিনের বাঁধা পেড়িয়ে সরকার এবার সেই পরীক্ষার রেজাল্ট প্রকাশ করতে চলেছে অবশেষে। মধ্যশিক্ষা পর্যদের তরফে জানানো হয়েছে এই সপ্তাহের মধ্যেই মাধ্যমিকের ফল প্রকাশ হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এমনিতেই কলেজে- বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ে রাজ্য সরকারের শিরঃপীড়া চলছে। এই নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে মতবিরোধও বেঁধেছে। রাজ্যসরকার এই ক্ষেত্রে স্বাস্থ্য সুরক্ষাকেই বেশি গুরুত্ব দিয়ে দেখছেন। মাধ্যমিকের রেজাল্ট বেড় করার ব্যাপারেও এর অন্যথা হয় নি। রাজ্য সরকার পরিষ্কার জানিয়ে দিয়েছেন স্কুলগুলিকে স্যানিটাইজ করতে হবে। এর অন্যথা হলে মার্কশীট সেই স্কুলে পাঠানো হবে না।

তাই, ফলাফল প্রকাশের দিন মাধ্যমিক পরীক্ষার্থীরা হাতে মার্কশীট পাবে না। সেই ক্ষেত্রে নিজেদের প্রাপ্ত নম্বর জানতে ওয়েবসাইট বা
এমএমএস-র ওপর নির্ভর করতে হবে। স্কুল স্যানিটাইজ হয়ে গেলে, প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষার্থীদের অভিভাবকদের স্কুলে ডেকে মার্কশীট দেওয়া হবে।আশা করা যায়, সব বাঁধা পেড়িয়ে আবার সব কিছু পুরোনো ছন্দে ফিরে আসবে। মাধ্যমিকের ফলাফল বেড়ানোর মধ্যে দিয়ে দিয়েই তার সূচনা হোক।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!