এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > নারদ মামলায় ধৃত আরেক তৃণমূল নেতা এবার হাসপাতাল থেকে সোজা গৃহবন্দী জীবনে ফিরলেন

নারদ মামলায় ধৃত আরেক তৃণমূল নেতা এবার হাসপাতাল থেকে সোজা গৃহবন্দী জীবনে ফিরলেন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নারদ মামলায় সিবিআই এর হাতে গত 17 ই মে গ্রেফতার হন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, পুর প্রশাসক ও নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিম, কামারহাটির বিধায়ক মদন মিত্র এবং প্রাক্তন তৃণমূল নেতা ও প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। নানান শারিরীক জটিলতার কারণে এতদিন পর্যন্ত এই চার নেতার মধ্যে তিনজনকেই এসএসকেএম হাসপাতালে কাটাতে হয় গ্রেফতার হওয়ার পর থেকেই।

ছাড়া পেলেন হাসপাতাল থেকে রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখার্জ্জী। প্রসঙ্গত, গত সোমবার গ্রেপ্তারের পর চার নেতা মন্ত্রী নিম্ন আদালতে জামিন পেয়ে যান, কিন্তু হাইকোর্টে রাতারাতি তাঁদের জামিন স্থগিত রাখার জন্য আবেদন করে সিবিআই। এবং সেই আবেদন বিচার করে জামিন স্থগিত করে হাইকোর্ট। এরপর শারীরিক অসুস্থতার কারণে সুব্রত মুখোপাধ্যায়, শোভন চট্টোপাধ্যায় এবং মদন মিত্র এসএসকেএম হাসপাতালে ভর্তি হন। অন্যদিকে নারদা মামলায় হাইকোর্টে জামিন স্থগিত রাখার শুনানিতে একমত হতে পারেনা দুই বিচারকের ডিভিশন বেঞ্চ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ফলস্বরূপ ধৃতদের গৃহবন্দী থাকার নির্দেশ দেওয়া হয়। গত শুক্রবার এই নির্দেশ পাওয়ার পর জেল থেকে সোজা বাড়ির পথ ধরেন ফিরহাদ হাকিম। এরপর শনিবার ব্যক্তিগত রিস্ক বন্ডে সই করে বাড়ি ফিরে যান শোভন চট্টোপাধ্যায়। আজকে হাসপাতাল থেকে ছাড়া পেলেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর সই সাবুদের জন্য তিনি প্রেসিডেন্সি জেলে যান এবং তারপর বাড়ি ফেরেন। আপাতত আদালতের নির্দেশ মেনে তাঁকে গৃহবন্দী থাকতে হবে।

অন্যদিকে কামারহাটির বিধায়ক মদন মিত্র এখনো যথেষ্ট অসুস্থ বলে জানা গিয়েছে। তিনি এখনো পর্যন্ত এসএসকেএম হাসপাতালের উডবার্ন বিভাগে ভর্তি রয়েছেন। জেল থেকে একে একে নেতা-মন্ত্রীরা ছাড়া পেলেও বিধায়ক মদন মিত্র কবে ছাড়া পাবেন, তা এখনো পর্যন্ত জানা যাচ্ছেনা। তবে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার ক্ষেত্রে চিকিৎসকদের মতামত সর্বাগ্রে মান্যতা পাবে বলে জানা গিয়েছে। অন্যদিকে নারদ মামলার গতিপ্রকৃতির ওপরেও নজর রাখছে রাজনীতির কারবারীরা।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!