এখন পড়ছেন
হোম > জাতীয় > মমতার সঙ্গে বৈঠক, কেন্দ্রীয় এজেন্সি নিয়ে বিস্ফোরণ ঘটালেন কেজরিওয়াল!

মমতার সঙ্গে বৈঠক, কেন্দ্রীয় এজেন্সি নিয়ে বিস্ফোরণ ঘটালেন কেজরিওয়াল!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করতে দিল্লির মুখ্যমন্ত্রীর বাংলায় আসা নিয়ে নজর ছিল রাজনৈতিক মহলের। সকলে ভেবেই নিয়েছিলেন, দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর আলোচনায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একাধিক বিষয় উঠে আসবে। আর সেই মতোই দিল্লি, পাঞ্জাব এবং বাংলার মুখ্যমন্ত্রীর আলোচনার পরেই হল সাংবাদিক বৈঠক। আর সেই সাংবাদিক বৈঠক থেকে কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার নিয়ে সোচ্চার হলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। যেখানে তিনি অভিযোগ করলেন যে, কেন্দ্রীয় এজেন্সি দিয়ে বিজেপি অন্যান্য রাজ্যে বিরোধী দলগুলোকে চাপে রাখতে চাইছে।

প্রসঙ্গত, এদিন নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করতে আসেন দিল্লি এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। আর তারপরেই সাংবাদিকদের মুখোমুখি হন তারা। যেখানে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, “একটি বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রীয় সরকার আমাদের ক্ষমতা কেড়ে নিয়েছিল। কিন্তু আমরা সুপ্রিম কোর্টে গিয়ে জয় পেয়েছি। এখন আবার অর্ডিন্যান্স নিয়ে এসেছে। যে সমস্ত জায়গায় বিজেপি নেই, সেই সমস্ত রাজ্যে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে নেতাদের বিরুদ্ধে মামলা করতে শুরু করেছে।” অর্থাৎ বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয় এজেন্সি নিয়ে যে অভিযোগ করে, সেই একই সুর শোনা গেল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গলায়।

বিশেষজ্ঞদের মতে, আগামী লোকসভা নির্বাচনের আগে সমস্ত বিজেপি বিরোধী দলগুলো এক হওয়ার চেষ্টা করছে। আর সেই লক্ষ্যেই দিল্লি এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে নতুন রননীতি স্থাপনের চেষ্টা করছেন। যে কারণে বৈঠকের পর সাংবাদিক বৈঠকের মধ্যে দিয়ে তাদের গলায় শোনা গেল কেন্দ্রের প্রতিহিংসাপরায়ণ আচরণের কথা। তবে শুধুমাত্র সংবাদ মাধ্যমের সামনে বক্তৃতা দিয়ে নয়, আগামী দিনে চলার পথে বিজেপির বিরুদ্ধে কতটা একজোট হয়ে লড়াই দিতে পারে এই সমস্ত বিরোধী দলগুলো, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!