এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > মুকুলের ‘ছোট ছেলের’ টোটকা পেল শাসকদল, সবং নির্বাচনে আত্মবিশ্বাসী মানস ভূঁইয়া

মুকুলের ‘ছোট ছেলের’ টোটকা পেল শাসকদল, সবং নির্বাচনে আত্মবিশ্বাসী মানস ভূঁইয়া


তৃণমূল কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে যোগ দিয়েই এক সময় শাসকদলের অঘোষিত নেতা বর্তমান তৃণমূল শীর্ষনেতৃত্ত্বকে ‘বাচ্ছা ছেলে’, ‘ছোট ছেলে’ বা ‘অপরিণত’ বলে বারবার কটাক্ষ করেছেন এবং ওই বিশেষ শব্দ প্রয়োগের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন তৃণমূলের ওই সব শীর্ষনেতার কথার উত্তর দেওয়ার প্রয়োজন তিনি অনুভব করেন না। রাজনৈতিক মহলের ধারণা মুকুল রায় নিজের রাজনৈতিক প্রাজ্ঞতার ধারেকাছে ওই সকল শীর্ষনেতাদের রাজনৈতিক পরিপক্কতা নেই বোঝাতেই এই শব্দ চয়ন করেছেন বারবার। কিন্তু এবার মুকুল রায়ের নাম না করে তাঁকে ‘রাজনৈতিক অভিজ্ঞতার’ বানে বিদ্ধ করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য মানস ভূঁইয়া এবং বুঝিয়ে দিলেন মুকুল রায় বা বিজেপি যতই আশা করুন যে সবংয়ে ‘অঘটন’ ঘটবে, তিনি নিজে তা নিয়ে বিন্দুমাত্র বিচলিত নন।
মানস বাবু সাংবাদিকদের জানান, আমি যতদিন সবং থেকে বিধায়ক হযেছি, এমন অনেকে আছেন যাঁরা ততোদিন রাজনীতিই করেননি! ততোদিন আগে রাজনীতি করুন, তারপর না হয় তাঁদের কথা শুনব। আমি এতদিন মানুষের ভোটে নির্বাচিত হযেছি। আগে মানুষের ভোট নিয়ে উত্তর চব্বিশ পরগণার কোনও আসন থেকে জিতে আসুন, তারপর না হয তুলনা টানবেন। আমার এখানে যে কেউ প্রচারে আসতেই পারেন। তবে আমি এই নিয়ে একেবারেই বিচলিত নই। রাজনৈতিক জীবনে অতীতে ধর্মনিরপক্ষেতার কথা বলেছেন। আর আজ নিজেই সেই সাম্প্রদায়িক দলে নাম লেখালেন। সবংয়ের মানুষ আমার পাশে ছিল, আছে, থাকবে। আপনারা তা দেখতে পাবেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!