এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > হেভিওয়েট মন্ত্রীর পুজোয় চেনা জাঁকজমক! ভিড় উপচে পড়ার আশঙ্কা সব মহলেই! করোনা আতঙ্ক হচ্ছে তীব্র

হেভিওয়েট মন্ত্রীর পুজোয় চেনা জাঁকজমক! ভিড় উপচে পড়ার আশঙ্কা সব মহলেই! করোনা আতঙ্ক হচ্ছে তীব্র


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দীর্ঘ টালবাহানার পর রাজ্যে দূর্গা পূজার জন্য অনুমতি দিয়েছে রাজ্য সরকার। এদিকে পুজো যত এগিয়ে আসছে, ততই করোনা সংক্রমণও একটু একটু করে বাড়ছে। তাল মিলিয়ে মানুষের আতঙ্কও ঊর্দ্ধমুখী। প্রতিবছর পুজো আসলেই সাজ সাজ রব শুরু হয় বাংলা জুড়ে। বাঁধনছাড়া আনন্দে মেতে ওঠেন সবাই। কিন্তু এবছর পরিস্থিতি অন্য। নিষেধাজ্ঞা, নিয়ন্ত্রণের ঘেরাটোপে এ বছর পালন হতে চলেছে দুর্গাপুজো। পুজোয় করোনাবিধি মেনে ভিড় নিয়ন্ত্রণ করতে ইতিমধ্যে সরকারি নির্দেশে পুজো সংগঠনগুলি কড়াকড়ি ব্যবস্থা গ্রহণ করতে চলেছে বলে জানা যাচ্ছে।

অন্যদিকে সরকারি নিষেধাজ্ঞা মাথায় রেখেই কলকাতার বড় বড় পুজো মণ্ডপগুলির শেষ মুহুর্তের প্রস্তুতি চলছে। অন্যদিকে করোনা আবহ সত্বেও প্রতিবছরের মতো লেকটাউন শ্রীভূমি স্পোর্টিং ক্লাব এ বছরেও জাঁকজমকপূর্ণ আড়ম্বরের সাথে থিমের মণ্ডপে সেজে উঠতে চলেছে। এবছর শ্রীভূমির পূজামণ্ডপ উত্তরাখণ্ডের জনপ্রিয় তীর্থক্ষেত্র কেদারনাথের আদলে সেজে উঠতে চলেছে বলে জানা গেছে। তবে শ্রীভূমি দুর্গা প্রতিমা প্রতিবছরের মতো এবছরও সাবেকীরূপে সেজে উঠবে।

নিয়ম করে এ বছরেও দমকল মন্ত্রী তথা বিধায়ক সুজিত বসুর হাতে 25 কেজির গয়নায় সেজে উঠলেন এদিন শ্রীভূমির মা দূর্গা। প্রতিবছরই শ্রীভূমির পুজো দেখতে লক্ষাধিক মানুষের আগমন ঘটে মণ্ডপে। কিন্তু এবছর করোনার জেরে পরিস্থিতি অন্য। এদিকে সরকারি নিষেধাজ্ঞা রয়েছে ভিড়ের ওপর, তাই শ্রীভূমিতে ভিড়ের পরিমাণ হয়ত এ বছর কম হতে চলেছে বলে মনে করা হচ্ছে। কিন্তু তাও এই পুজো দেখার জন্য মানুষের ভিড় হবে বলে ইঙ্গিত দিচ্ছে ক্লাব কর্তৃপক্ষ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর সেই ভিড় সামলানো শ্রীভূমি পূজো কর্তৃপক্ষের কাছে যে একটা কড়া চ্যালেঞ্জ তা আর বলার অপেক্ষা রাখেনা। অন্যদিকে সুজিত বসু জানিয়েছেন, শ্রীভূমির পুজো প্রতিবছর আসংখ্য দর্শক আকর্ষণ করে। তবে দীর্ঘদিনের এই পুজোর ভিড় সামলানোর কৌশল জানা আছে বলে দাবী করেন এলাকার বিধায়ক। বৃহস্পতিবার ভার্চুয়ালি এই পুজোর উদ্বোধন করতে চলেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, দুর্গাপুজোয় ভিড় বাড়া নিয়ে ইতিমধ্যেই আতঙ্কিত চিকিৎসক মহল।

পুজোর আগেই যেভাবে বিভিন্ন শপিং প্লাজা, মার্কেটিং এরিয়ায় কেনাকাটার ভিড় চোখে পড়ছে, তাতে আতঙ্ক বেড়েছে বৈ কমেনি। তবে রাজ্যের বহু মানুষের মতে, এবছর দুর্গাপুজো জাঁকজমকপূর্ণভাবে না করলে ভিড় হয়তো এড়ানো সম্ভব। কিন্তু তা আর হচ্ছে কই? শ্রীভূমির সাথে পাল্লা দিয়ে কলকাতার বহু পূজোই প্রতিবছরের মত না হলেও এবছরেও আড়ম্বর কিছু কম করছেনা। তাই চিকিৎসকরা এবার আর কোনো উপায় না দেখে করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে বারবার বাড়িতে থাকার অনুরোধ করছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!