এখন পড়ছেন
হোম > অন্যান্য > মেসির ইচ্ছের কি দাম দিল বার্সা? ভবিষ্যতে কি অপেক্ষা করছে এই আর্জেন্টাইন তারকার ভাগ্যে?

মেসির ইচ্ছের কি দাম দিল বার্সা? ভবিষ্যতে কি অপেক্ষা করছে এই আর্জেন্টাইন তারকার ভাগ্যে?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কাহানি মে টুইস্ট পে টুইস্ট! কোনটা ছেড়ে কোনটা দেখবেন! একদিকে রোনাল্ডোর পুরোনো দলে থেকে যাওয়ার গল্প, অন্যদিকে মেসির পুরোনো দল ছাড়তে চাওয়ার কাহিনী। এই নিয়েই আপাতত সরগরম হয়ে আছে ফুটবল দুনিয়া। বিশ্বসেরা হতে ফুটবলের ক্লাবগুলোর এহেন মারামারিতে শেষ পর্যন্ত কোথায় রয়ে গেলেন মেসি? এতদিন যেখানে শোনা গেছিল মেসি দল ছেড়ে আসতে চাইছেন, সেখানে বার্সা নাকি বাঁধ সেধেছে তাঁর ইচ্ছেতে। তবে শেষ পর্যন্ত কি হল তাঁর ইচ্ছের?

সম্প্রতি শোনা গিয়েছিল মেসি নাকি বার্সা কর্তাদের সঙ্গে এই বিষয়ে বৈঠক করতে চান। ফলে খুব সহজেই অনুমান করা গিয়েছিল, তাহলে হয়তো ঐ বৈঠকে তিনি বলতে পারেন তাঁর ইচ্ছাকে যাতে সন্মান করে ক্লাব তাঁকে ছাড়ার অনুমতি দেয়। মেসি নাকি চান না বার্সা তাঁর বিরুদ্ধে কোর্টে মামলা করুক। কারণ তাঁর ক্যারিয়ারে এর প্রভাব পড়বে। বরং তিনি ক্লাব কর্তাদের নিয়ে নাকি যথেষ্ট আত্মবিশ্বাসী, যে তারা কোনো না কোনো সমাধান সূত্র ঠিক বের করবেন।

তবে এই কথার উত্তরে বার্সা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, ক্লাব কোনো ভাবেই তাঁকে ছেড়ে দেবে না। চুক্তি যতদিন রয়েছে, তাঁকে ততদিন থাকতে হবে ক্লাবের সঙ্গে। প্রসঙ্গত উল্লেখ্য, বার্সেলোনা থেকে মেসির ‘রিলিজ ক্লজ’ ৭০০ মিলিয়ন ইউরো। অর্থাৎ কোনও ক্লাব যদি মেসিকে তাদের হয়ে সই করাতে চায় তাহলে আগে বার্সেলোনাকে এই বিপুল পরিমাণ অর্থ দিতে হবে। তারপর আলাদা করে মেসির সঙ্গে চুক্তি করতে হবে। তবে, বার্সার সঙ্গে মেসির চুক্তি শেষ হওয়ার কথা আগামী বছর জুন মাসে। আর চুক্তির শর্ত অনুযায়ী, শেষ হওয়ার এক বছর আগে ‘রিলিজ ক্লজ’ কমে ৩০০ মিলিয়ন ইউরো হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আবার, এই বছর এই শর্ত শেষ হওয়ার দিন ছিল ৩১শে মে। আর এর মধ্যে ক্লাবের কাছে আবেদন জানালে বার্সা মেসিকে ছেড়ে দেবে বলেই অনুমান করা হয়েছিল। অন্যদিকে মেসির আইনজীবীর বক্তব্য ছিল, ৩১শে মে নয়, ‌করোনার কারণে সবকিছুই পিছিয়ে গেছে। তাই চলতি বছরের ফুটবল মরশুম শেষ হওয়ার কথা ৩১ আগস্ট। আর তাই মেসি এখনও আবেদন করতে পারেন। সেই তারিখ ইতিমধ্যে চলে যাওয়ায় এখন মেসির সেই আবেদন মানতে নারাজ ক্লাব কর্তৃপক্ষ। আর তাই তাঁর এই আবেদন গ্রাহ্য হবে না বলেই আপাতত জানিয়ে দিয়েছেন ক্লাব কর্তারা। রবিবার এই কথা সাফ জানিয়ে দেওয়া হয় ক্লাবের তরফ থেকে।

আপাতত মেসিকে নিজেদের দলের হয়ে খেলানোর প্রতিযোগিতায় ম্যাঞ্চেস্টার সিটি, পিএসজি, ইন্টার মিলান এবং ম্যাঞ্চেস্টার ইউনাইটেড আপাতত নাম লিখিয়েছিল। তবে রোনাল্ডো জুভেন্তাস থাকছেন এই খবর পাকা হওয়ার পর, সেই তালিকায় এবার উঠে এসেছে জুভেন্তাসের নাম। অন্যদিকে রবিবার গোটা বার্সার দলের জন্য বাধ্যতামূলক কোভিড টেস্ট ছিল। কিন্তু সেই টেস্টে দলের বাকিরা হাজির থাকলেও দেখা গেলো না মেসিকে। এরপর বার্সেলোনার তরফে জানানো হয়েছে মেসি ছাড়া দলের সকলেই এদিন কোভিড টেস্ট করিয়েছেন। ফলত সোমবার থেকে নতুন মরশুমের জন্য অনুশীলন শুরু করবে বার্সার নতুন দল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!