এখন পড়ছেন
হোম > অন্যান্য > বাজার-দর > মহাষষ্ঠীর দিনেও বাড়লো জ্বালানির দাম! দেখে নিন আজকের জ্বালানির বাজার দর!

মহাষষ্ঠীর দিনেও বাড়লো জ্বালানির দাম! দেখে নিন আজকের জ্বালানির বাজার দর!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –   আজ ষষ্ঠীর দিনেও আবারো বাড়লো জ্বালানীর দাম ।  পুজোর মৌসুমেও পর পর লাগাতার সাত দিন ধরে বেড়ে চলেছে পেট্রল ও ডিজেলের দাম । পুজোর মুখেই এক সপ্তাহ ধরে পেট্রোল-ডিজেলের দাম বাড়িয়ে চলেছে রাষ্ট্রায়ত্ত সংস্থা গুলি যার ফলে প্রতিদিনই একটি নতুন নতুন রেকর্ড গড়ছে পেট্রোল-ডিজেলের দাম নিয়ে  । আজও পেট্রোল ও ডিজেলের দাম বর্ধিত হয়েছে । আজ কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম 29 পয়সা বেড়েছে  এবং প্রতি লিটার ডিজেলের দাম বেড়েছে 35 পয়সা । সেইসঙ্গে কলকাতা প্রতি লিটার পেট্রোলের দাম দাড়ালো ১০৫ টাকা ০৯ পয়সা   এবং ডিজেলের ৯৬ টাকা ২৮ পয়সা

যদিও দামেরে দিক থেকে পেট্রল অনেক দিন আগেই সেঞ্চুরি পার করে  এগিয়ে চলেছে ,   তবে  এবার সেঞ্চুরির মুখে দৌড়াচ্ছে ডিজেলের দাম  । আর  উৎসবের মৌসুমে এ ধরণের জ্বালানীর দাম বর্ধিত হওয়ার কারনে  জিনিসপত্রের দাম বাড়ার  আশঙ্কা করছে আমজনতা  । সেইসঙ্গে উৎসবের মরসুমে আজ  ষষ্ঠীর দিনেও গাড়ি নিয়ে ঘুরতে বার হওয়ার আনন্দের মজা কে অনেকটাই কেড়ে নিচ্ছে বলে মনে করছেন অনেকেই । অন্যদিকে  রান্নার গ্যাসের দাম  এবার হাজার টাকার দিকে এগোচ্ছে। তাই পেট্রল , ডিজেলের  ও গ্যাসের দাম এই ভাবে ক্রমাগত দাম বেড়ে যাওয়ার কারণে চিন্তার ভাজ ফেলে দিচ্ছে  মধ্যবিত্তের কপালে ।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!