এখন পড়ছেন
হোম > জাতীয় > কৃষকদের উন্নয়নের প্রতিশ্রুতি রাখেন নি মোদি তাই আজ রাজ্যে কালো ব্যাজ পরে প্রতিবাদে সরব তৃণমূল

কৃষকদের উন্নয়নের প্রতিশ্রুতি রাখেন নি মোদি তাই আজ রাজ্যে কালো ব্যাজ পরে প্রতিবাদে সরব তৃণমূল


দেশের প্রধানমন্ত্রীর এই রাজ্যে কৃষক সমাবেশে মেদিনীপুরে উপস্থিতিকে কেন্দ্র করে প্রতিবাদে সামিল হলেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এদিন তৃণমূল কংগ্রেস প্রভাবিত কিষাণ খেতমজুর সংগঠনের সদস্যরা রাজ্যের বিভিন্ন প্রান্তে কালো ব্যাজ পরে প্রতিবাদ জানালেন। তাঁদের অভিযোগ, ২০১৪ সালে লোকসভা নির্বাচনের পূর্বে নরেন্দ্র মোদী কৃষকদের উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন। বলেছিলেন তিনি ক্ষমতায় এলে সেইসব প্রতিশ্রুইতি তিনি পূরণ করবেন। কিন্তু, সেই প্রতিশ্রুতি তিনি রাখতে পারেননি। এসব সত্ত্বেও ২০১৯ সালে আগামী লোকসভা নির্বাচনের পূর্বে রাজ্যে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকদের মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

 এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

হুগলী জেলার হরিপালের বিধায়ক তথা তৃণমূল কংগ্রেস প্রভাবিত পশ্চিমবঙ্গ কিষাণ খেতমজুর সংগঠনের রাজ্য সভাপতি বেচারাম মান্না এদিন সিঙ্গুরে বুড়িগ্রাম এলাকায় কৃষকদের কালো ব্যাজ পরিয়ে এই প্রতিবাদ কর্মসঞ্চীর সূচনা করলেন। এরপরে তাঁর ব্যক্তিগত প্রতিক্রিয়া জানিয়ে তিনি বললেন, “২০১৪ সালে নরেন্দ্র মোদি কৃষকদের উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু, তিনি তা করতে পারেননি। কৃষকরা চাষের খরচের উপর ৫০ শতাংশ লাভ করতে পারবে বলে যে নির্বাচনী প্রতিশ্রুতি মোদি দিয়েছিলেন, তা তিনি পূরণ করতে পারেননি। ভারতবর্ষের কৃষকদের কৃষিঋণ মকুব ও কৃষিঋণের পরিমাণ বাড়ানোর ক্ষেত্রে তিনি ব্যর্থ হয়েছেন।”

শুধু তাই নয় তিনি আরও বললেন, “মধ্যপ্রদেশের মান্দসৌরে বিজেপি সরকার ৬ জন কৃষককে গুলি করে মেরে ফেলেছে। এজন্য মহারাষ্ট্রের নাসিক থেকে মুম্বই পর্যন্ত ২০০ কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে কৃষকরা প্রতিবাদ জানিয়েছিলেন। সারা ভারতবর্ষে বিজেপি সরকার কৃষক সমাজের জন্য কিছু করেনি। এখন প্রধানমন্ত্রী এ রাজ্যে এসেছেন কৃষকদের ফের নতুন কোনও মিথ্যা প্রতিশ্রুতি দেবেন বলে। তাই এর প্রতিবাদ জানাবেন কৃষকরা।”

শুধু হুগলী জেলাই নয় এদিন হাওড়া জেলাতেও কৃষক সংগঠন প্রতিবাদ কর্মসূচীর আয়োজন করে। জেলার জয়পুর কলেজ মাঠে গেরুয়া শিবিরের বিরোধীতায় তৃণমূল যুব কংগ্রেসের আহ্বাণে এক কৃষক সমাবেশেরও আয়োজন করা হয়। সেখানে কৃষকরা গলায় আনাজের মালা ও কালো ব্যাজ পরে কেন্দ্রের মোদী সরকারের বিরোধীতা করে। এই সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের হাওড়া গ্রামীণ জেলা সভাপতি পুলক রায়, তৃণমূল যুব সভাপতি সুকান্ত পাল প্রমুখ নেতৃত্ব।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!