এখন পড়ছেন
হোম > জাতীয় > আয়কর আদায়ে শুধু মোদির রাজ্য নয়, একগুচ্ছ হেভিওয়েট রাজ্যকে পেছনে ফেলল দিদির বাংলা

আয়কর আদায়ে শুধু মোদির রাজ্য নয়, একগুচ্ছ হেভিওয়েট রাজ্যকে পেছনে ফেলল দিদির বাংলা

শিল্প নিয়ে রাজ্যের বিরোধীদের অভিযোগও এবার নস্যাৎ করে দিল একটি সরকারি তথ্য। এতকাল উঠতে-বসতে রাজ্যের তৃণমূল সরকারের প্রতি শিল্প নিয়ে ক্ষোভ প্রকাশ করত বাম, বিজেপি এবং কংগ্রেসের মতো বিরোধী রাজনৈতিক দলগুলো। এমনকি গুজরাটের কথা টেনে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকেও খোঁচা দেওয়ার চেষ্টা বারে বারে করেছেন দিলীপ ঘোষ, মুকুল রায়রা। এবার বিজেপি নেতাদের সেই চেষ্টাতেও জল ঢেলে দিল এই বাংলা।

সূত্রের খবর, চলতি আর্থিক বছরে গত 15 সেপ্টেম্বরই ছিল করপোরেট ট্যাক্সের কিস্তি জমা করার সময়সীমা। আর সেখানেই দেখা গেছে যে বাংলা থেকে শিল্পে আয় কর আদায় হয়েছে 12,330 কোটি 40 লক্ষ টাকা। আর যেখানে এই বাংলারও পেছনে রয়েছে নরেন্দ্র মোদির গুজরাট। দেখা গেছে, এই গুজরাটে আয়কর জমা পড়েছে 11 হাজার 169 কোটি 60 লক্ষ টাকা। এখানে অনেকের মনে প্রশ্ন যে, পশ্চিমবঙ্গের থেকে অনেক বেশি শিল্প থাকা সত্ত্বেও কেন আয়কর আদায়ে এই বাংলার থেকে এক হাজার কোটি টাকার বেশি পিছিয়ে গেল গুজরাট?

বিশেষজ্ঞদের মতে, শিল্পে লাভের টাকা বাড়লেই এই আয়কর আদায়ের সম্ভাবনা বাড়ে। আর সেইখানে তুলনা করলে গুজরাটের থেকে অনেক বেশি এগিয়ে আছে এই বাংলা। আবার অনেক সংস্থা গুজরাটে তাদের কারখানা চালালেও সমস্ত হিসেবপত্র মুম্বইয়ের অফিসে থাকার কারণেই সেখানেই তাদের আয়কর জমা পড়ে। ফলে সেই দিক থেকেও অনেকটাই পিছিয়ে বিজেপির সাধের এই গুজরাট।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

এদিকে আয় কর আদায়ের ক্ষেত্রে বাংলার যে ধীরে ধীরে শ্রীবৃদ্ধি হচ্ছে তা মানছে সেই সরকারি তথ্যও। দেখা গেছে, 2016-17 আর্থিক বছরে 35 হাজার পাঁচশ কোটি টাকার টার্গেট ধরা হলেও তখন আদায় হয় 36 হাজার 541 কোটি টাকা। অন্যদিকে গত বছরে 41 হাজার 891 কোটি টাকা টার্গেট ধরা হলেও ইতিমধ্যে সেই লক্ষ্যমাত্রাও পূরণ করে দিয়েছে রাজ্য। সব মিলিয়ে আয়কর আদায়ে মোদির গুজরাট কেও দিদির বাংলা টেক্কা দেওয়ায় এখন বিরোধীদের অভিযোগ যে ধোপে টিকলো না তা বলাই যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!