প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমলে দেশ ‘আনফিট’, বিস্ফোরক অভিযোগ হেভিওয়েট নেতার জাতীয় June 18, 2018 সব কিছু ছেড়ে এবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফিটনেস প্রসঙ্গে আঙুল তুললেন সমাজবাদী পার্টি নেতা আজম খান। এদিন তিনি বললেন, ” নিরীহ মানুষকে খুন করা হচ্ছে। আর মোদী যোগব্যায়াম করতে ব্যস্ত।” সংবাদসংস্থা এএনআইকে আজম খান দেশের প্রধানমন্ত্রীর কাজকর্ম প্রসঙ্গে ব্যক্তিগত ক্ষোভ প্রকাশ করে বললেন , “সেনা জওয়ান, সাংবাদিক, নিরীহ ও মেহনতি মানুষদের হত্যা মোদীর ফিটনেসের কারণে পিছনের সারিতে চলে গিয়েছে। আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে প্রধানমন্ত্রী ফিট কিন্তু দেশ আনফিট।” প্রসঙ্গত সম্প্রতি চার জঙ্গীর গুলিতে রাইজিং কাশ্মীর পত্রিকার সম্পাদক সুজাত বুখারি’র হত্যা এবং জঙ্গী বাহিনী কর্তৃক ঔরঙ্গজেব নামক জনৈক সেনা জওয়ানকে অপহরণ করে খুনের প্রেক্ষাপটেই সমাজবাদী পার্টি নেতা তাঁর মতামত জানিয়েছিলেন। আপনার মতামত জানান -