এখন পড়ছেন
হোম > জাতীয় > এবার ত্রিপুরার জন্য নতুন স্লোগান তৈরী তৃণমূলের, নতুন স্লোগানে কি ত্রিপুরার জমি দখল সহজ হবে?

এবার ত্রিপুরার জন্য নতুন স্লোগান তৈরী তৃণমূলের, নতুন স্লোগানে কি ত্রিপুরার জমি দখল সহজ হবে?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট একুশের বিধানসভা নির্বাচনের শুরু থেকেই একের পর এক স্লোগান তৃণমূলের জমি শক্ত করেছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। কার্যত ‘খেলা হবে’ স্লোগান এখন সর্বভারতীয় স্তরে শোনা যাচ্ছে। একুশের নির্বাচনের পরিপ্রেক্ষিতে তৃণমূলের অন্যতম স্লোগান ছিল ‘বাংলা নিজের মেয়েকেই চায়’। তাই বলা যায়, তৃণমূলের ভোটবাক্সের অন্যতম কারীগর তাঁদের স্লোগান। আর এবার ত্রিপুরাতেও তৃণমূল এই শক্তির প্রয়োগ করতে চলেছে। বিভিন্ন রাজ্যের সংগঠন বিস্তারের সূত্রে ত্রিপুরার দিকে নজর দিয়েছে তৃণমূল। ত্রিপুরায় শুরু করেছে তাঁদের দলীয় সংগঠনের কাজ। আর সেই সূত্রেই তীব্র চাপানউতোর গত কয়েক দিন যাবত ত্রিপুরায়।

অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূলের যুব নেতা নেত্রীদের ওপর একের পর এক হামলা হচ্ছে বলে অভিযোগ তৃণমূলের। আর অভিযোগ বিজেপির দিকে। কিন্তু তাতেও তৃণমূল পিছিয়ে আসছেনা, বরং শত বাধা এবং আক্রমণ সত্বেও ত্রিপুরা দখলে মরিয়া তাঁরা। 2023 এর বিধানসভা নির্বাচন এই মুহূর্তে তৃণমূলের কাছে পাখির চোখ। আর সেই সূত্রেই তৃণমূলের জন্য নতুন স্লোগান ‘জিতবে ত্রিপুরা’। কার্যত এদিন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, আগামী দিনে ত্রিপুরাতে জিতবে তৃণমূল কংগ্রেস। আর তারপরেই নতুন স্লোগান তৈরি হয়েছে ‘জিতবে ত্রিপুরা’। ইতিমধ্যেই ত্রিপুরার জন্য আলাদা আলাদা ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড তৈরি হচ্ছে বলে জানা গিয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ইতিমধ্যেই ত্রিপুরার সংগঠন ঢেলে সাজানো হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। ছাত্রনেতা হিসেবে সংগঠনের দায়িত্ব দেওয়া হয়েছে দেবাংশু ভট্টাচার্য, জয়া দত্ত এবং সুদীপ রাহাকে। অন্যদিকে সংগঠনের মূল দায়িত্বে রয়েছেন কুণাল ঘোষ, ব্রাত্য বসু, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সমীর চক্রবর্তী এবং মলয় ঘটক। এবং এরা প্রত্যেকেই তৃণমূল সাংসদ তথা সর্বভারতীয় তৃণমূল সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কাজ করবেন বলে জানা গিয়েছে।

তৃণমূল সূত্রের খবর, ত্রিপুরার একটা বড় অংশ বাঙালি ভোটব্যাঙ্ক। এছাড়াও আদিবাসী ভোটব্যাঙ্ক বিজেপি হারাচ্ছে বলে শোনা যাচ্ছে। এই সুযোগকে কাজে লাগাতে তৈরি তৃণমূল কংগ্রেস। তবে বিশেষজ্ঞদের মতে, ত্রিপুরায় এত সহজে তৃণমূল জমি দখল করতে পারবেনা। তার কারণ ত্রিপুরায় ক্ষমতায় রয়েছে বিজেপি। তাঁরাও লড়াই এত সহজে ছেড়ে দেবেনা। কার্যত গেরুয়া সংগঠনের সর্বভারতীয় নেতৃত্ব রাজ্যকে ধরে রাখতে ঝাঁপিয়ে পড়বে। আর সেই পরিস্থিতি তৃণমূল কিভাবে সামাল দেবে সেটাই দেখার। কারণ বাংলার মাটি এবং ত্রিপুরার মাটি দুটো সম্পূর্ণ আলাদা।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!