এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > দ্বিতীয় দফা ভোটের আগেই ফের বোমা বিস্ফোরণ, উত্তেজনা ভাটপাড়ায়!

দ্বিতীয় দফা ভোটের আগেই ফের বোমা বিস্ফোরণ, উত্তেজনা ভাটপাড়ায়!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – প্রথম দফার নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হয়েছে। ভবিষ্যতে যাতে সেই শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় থাকে, তার জন্য প্রতি মুহূর্তে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আর এই অবস্থায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কমিশনের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা হলেও এবার ফের ঘটে গেল দুর্ঘটনা। জানা গেছে, এবার উত্তর 24 পরগনার ভাটপাড়ায় বোমা বিস্ফোরণে রীতিমত কেঁপে উঠল এলাকা। যাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, সোমবার সন্ধ্যায় বোমা বিস্ফোরণে উত্তর 24 পরগনার ভাটপাড়া এলাকায় কেঁপে ওঠে। যেখানে ভাটপাড়া থানার সামনে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে বলে খবর। যার আওয়াজ এতটাই তীব্র যে, ভাটপাড়া পৌরসভার বিদায়ী ভাইস চেয়ারম্যানের বাড়ির জানালা ভেঙে পড়ে। স্বাভাবিক ভাবেই নির্বাচনের মুখে এই ধরনের ঘটনার পেছনে কোনো রকম রাজনৈতিক কারণ রয়েছে কিনা, তা নিয়ে তৈরি হয়েছে গুঞ্জন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ইতিমধ্যেই এই ঘটনায় আক্রান্ত হয়েছেন দুই জন ব্যক্তি। তবে ঠিক কি কারণে এই ঘটনা ঘটল, তা নিয়ে রীতিমত চর্চা শুরু হয়ে গিয়েছে। এদিন এই প্রসঙ্গে ভাটপাড়া পৌরসভার বিদায়ী ভাইস চেয়ারম্যান মুকসুদ আলম বলেন, “রাখা বোমা ফেটেই এই বিপত্তি হয়েছে।” তবে বিজেপির পক্ষ থেকে অবশ্য অন্য দাবি করা হচ্ছে। এদিন এই প্রসঙ্গে বিজেপি নেতা উমাশঙ্কর সিংহ বলেন, “এলাকায় সন্ত্রাস সৃষ্টি করার জন্যই দুষ্কৃতীরা বোমা মজুদ করে রেখেছে।”

স্বাভাবিক ভাবেই এই গোটা ঘটনাকে কেন্দ্র করে এবার রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। দ্বিতীয় দফা নির্বাচনের যখন আর কয়েকদিন বাকি, তখন ভাটপাড়ায় এই ধরনের বোমা বিস্ফোরণ এলাকায় ব্যাপক আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, বোমা বিস্ফোরণের প্রকৃত কারণ উন্মোচন করতে কি পদক্ষেপ গ্রহণ করে প্রশাসন, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!