এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > “রাজভবন কিছু করবে না, তবুও যাব” রাজ্যপালের কার্যকলাপ নিয়ে হতাশ শুভেন্দু!

“রাজভবন কিছু করবে না, তবুও যাব” রাজ্যপালের কার্যকলাপ নিয়ে হতাশ শুভেন্দু!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- জগদীপ ধনকার রাজ্যপাল থাকার সময় যেভাবে তৃনমূল সরকারকে চাপে রেখেছিলেন, বর্তমান রাজ্যপাল তা করতে পারছেন না। মাঝেমধ্যেই এই বিষয়ে আফসোসের সুর শোনা যায় বিজেপি নেতাদের গলায়। সি ভি আনন্দ বোস পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেওয়ার পর বিজেপি অনেক কিছু আশা করেছিল। কিন্তু বেশ কিছু ক্ষেত্রেই সেই রাজ্যপাল সরকারের পথে চলার কারণে চাপ বেড়েছে ভারতীয় জনতা পার্টির। অন্তত তেমনটাই মনে করে রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আর এই পরিস্থিতিতে সরকারের পাঠানো রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে প্রথম নামেই সিলমোহর দিয়েছেন রাজ্যপাল। যার ফলে কিছুটা হলেও ক্ষুব্ধ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই তিনি তা স্পষ্ট করে দিয়েছেন। আর এই পরিস্থিতিতে পঞ্চায়েত নির্বাচন নিয়ে মামলার শুনানির পর রাজভবনের কার্যকলাপ নিয়ে রীতিমতো হতাশা প্রকাশ করলেন রাজ্যের বিরোধী দলনেতা।

প্রসঙ্গত, এদিন পঞ্চায়েত নির্বাচন নিয়ে মামলার শুনানির পর সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যেখানে তিনি স্পষ্ট ভাষায় বুঝিয়ে দেন, তারা রাস্তায় নেমে মাঠে ময়দানে লড়াই করবেন এবং প্রত্যেকটি জায়গায় গিয়ে সুবিচারের দাবি করবেন। এক্ষেত্রে রাজভবন এবং রাজ্যপালের কথাও তুলে ধরেন বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারী বলেন, “আমরা জানি, রাজভবন কিছু করবে না। আমরা এটাও জানি যে, এরা রাজ্যপালের কথা শুনবে না। কিন্তু তবুও আমরা সেখানে যাব।”

অর্থাৎ শুভেন্দু অধিকারীর এই বক্তব্য থেকে কার্যত স্পষ্ট যে, রাজ্যপালের কার্যকলাপে বিজেপি খুব একটা খুশি নয়। আর সেই কারণেই পঞ্চায়েত নির্বাচন নিয়ে এত দাবি-দাওয়ার মাঝে রাজভবনের কথাও উল্লেখ করে রীতিমত হতাশা প্রকাশ করতে দেখা গেল বিরোধী দলের প্রধান সেনাপতিকে। বলা বাহুল্য, ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে রাজীব সিনহার নামে রাজ্যপালের সীলমোহর দেওয়াতে অসন্তোষ প্রকাশ করেছেন। বুঝিয়ে দিয়েছেন, বিভিন্ন দিকে খোঁজ খবর নিয়েই রাজ্যপালের এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা উচিত ছিল। আর এদিন পঞ্চায়েত নির্বাচন নিয়ে মামলার শুনানির পর সেই রাজভবনের পদক্ষেপ নিয়ে আরও একবার হতাশা প্রকাশ করে রাজ্যপালের কার্যকলাপে যে বিজেপি খুশি নয়, তা স্পষ্ট করে দিলেন বিরোধী দলনেতা বলেই দাবি পর্যবেক্ষকদের। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!