এখন পড়ছেন
হোম > রাজ্য > মেদিনীপুর > প্ররোচনামূলক মন্তব্য : দিলীপ ঘোষের বিরুদ্ধে মামলা পুলিশের

প্ররোচনামূলক মন্তব্য : দিলীপ ঘোষের বিরুদ্ধে মামলা পুলিশের

পশ্চিম মেদিনীপুরে কেশিয়াড়ির সভা থেকে পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা করলো পুলিশ। উল্লেখ্য, এর আগেও দিলীপবাবুর বিভিন্ন মন্তব্য রাজ্য রাজনীতিতে বিতর্কের সৃষ্টি করেছে।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়াতে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপেক্লিক করুন এই লিঙ্কে

প্রসঙ্গত, চলতি মাসের ১২ তারিখ পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে বিজেপির একটি সভা ছিল। অভিযোগ, ঐ সভা থেকে দিলীপবাবু পুলিশের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেন। এর প্রেক্ষিতেই পুলিশের এই পদক্ষেপ বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, কেশিয়াড়ি থানায় দিলীপবাবুসহ ঐ অনুষ্ঠানের আয়োজকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ৫০৫, ৫০৬ ও ১২০(বি) ধারায় মামলা দায়ের হয়েছে বলে জানা গেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!