এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ডেঙ্গি দমনে কড়া পদক্ষেপের পথে কলকাতা পুরসভা ! সচেতনার বার্তা মেয়রের !

ডেঙ্গি দমনে কড়া পদক্ষেপের পথে কলকাতা পুরসভা ! সচেতনার বার্তা মেয়রের !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যে করোনার মেঘ কাটতে না কাটতেই ডেঙ্গির উপদ্রব শুরু হওয়ায় জোর চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। সূত্রের খবর, এদিন নবান্নে ডেঙ্গি নিয়ে একটি বৈঠকে সেখানেই সমস্ত জেলার তথ্য তুলে ধরা হয়। মূলত যে সমস্ত জেলায় ডেঙ্গির উপদ্রব বেশি সেগুলিকে সতর্কতা জারি করেছে। আর এবার নবান্নে বৈঠকের পর ডেঙ্গি নিয়ে কড়া পদক্ষেপের নিতে চলেছে কলকাতা পুরসভা।

সুত্রের খবর কোলকাতা পুরসভার মেয়র এদিন ডেঙ্গু নিয়ে বিশেষ সতর্ক বার্তা দিয়ে জানান পুরবাসী সচেতন না হলে আইন প্রয়োগে বাধ্য হবে পুরসভা।এদিন মেয়র ফিরহাদ হাকিম জানান ‘কেএমসি-র এলাকায় যেখানে পরিত্যক্ত জায়গা বা বাড়ি রয়েছে, সেখানে আমরা পরিষ্কার করতে পারছি না। ফলে ডেঙ্গি বেড়েছে। ৬ টা ওয়ার্ডে যেখানে পুরোনো বাড়ি রয়েছে, সেখানে স্বাস্থ্য কর্মীদের সঙ্গে কিছু মানুষ দুর্ব্যবহার করছেন। অনেক জায়গায় ধাক্কাধাক্কি করছেন, কাজ করতে দিচ্ছেন না।এইরকম ঘটনা ঘটলে পুলিশের সাহায্য নিতে বলেছি।”

এর পাশাপাশি করজোড়ে সবাইকে বলেন “সবাইকে বলছি ছাদে জমা জল পরিষ্কার করুন। কলকাতায় আগের তুলনায় ডেঙ্গি-ম্যালারিয়া কমেছে। বাড়ি বাড়ি স্বাস্থ্য কর্মীরা যাচ্ছেন। মাইকে প্রচার করা হচ্ছে। অনেক জায়গায় আইন প্রণয়ন করা হচ্ছে। পরিত্যক্ত বাড়িতে প্রয়োজনে তালা ভেঙে পরিষ্কার করতে পুলিশের সাহায্য নেওয়া হচ্ছে।” অর্থাৎ সম্ভবত ভাবেই এদিন পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম তিনি ডেঙ্গি প্রতিরোধে আইনি প্রয়োগের করা হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি সাধারণ মানুষকেও নিজের বাড়িতে জমে থাকা জলকে পরিষ্কার করার অনুরোধ করেন । তবে সব মিলিয়ে এখন দেখার বিষয় আগামিতে পরিস্থিতি কোথায় দাঁড়ায় সেদিকে নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!