এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি >  “চোখে চোখ রেখে লড়াই” আদালত থেকে শাসকের উদ্দেশ্যে হুংকার শুভেন্দুর!

 “চোখে চোখ রেখে লড়াই” আদালত থেকে শাসকের উদ্দেশ্যে হুংকার শুভেন্দুর!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হতেই তা নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলো। বিজেপি এবং কংগ্রেস মনোনয়ন পেশের দিন বাড়ানো থেকে শুরু করে কেন্দ্রীয় বাহিনীর দাবি জানিয়েছে। যা নিয়ে আদালতেও শুনানি হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত রায়দান হয়নি। আর এই শুনানি পর্বে উপস্থিত হওয়ার পর বাইরে বেড়িয়ে শাসকের উদ্দেশ্যে হুংকার ছাড়লেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার দাবি, চোখে চোখ রেখে লড়াই হবে।

প্রসঙ্গত, এদিন আদালতে পঞ্চায়েত নির্বাচন নিয়ে মামলার শুনানি পর্বে উপস্থিত হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দীর্ঘ শুনানির পর বর্তমানে স্থগিত রয়েছে রায়দান প্রক্রিয়া। আর তারপরেই বাইরে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলের উদ্দেশ্যে হুঁশিয়ারি দেন রাজ্যের বিরোধী দলনেতা। তিনি বলেন, “মাঠে ময়দানে সব জায়গাতেই চোখে চোখ রেখে লড়াই হবে। আমরা সেটিং অপজিশন নই। এক ইঞ্চি জায়গা ছাড়ব না।”

পর্যবেক্ষকরা বলছেন, বিজেপি বিরোধী দলে আসার পর তৃণমূলকে রীতিমতো নাকানিচোবানি খেতে হচ্ছে। এর আগেও বাম, কংগ্রেসের মত বিরোধী দল দেখেছে বাংলা। কিন্তু তারা সেভাবে তৃণমূল কংগ্রেসকে চাপে রাখতে পারেনি। তবে বিজেপি বিরোধী দল হওয়ার পর এবং সেই বিরোধী দলের নেতা হিসেবে শুভেন্দু অধিকারী দায়িত্ব নেওয়ার পর রীতিমতো জেরবার তৃণমূল কংগ্রেস। প্রতিটি বিষয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের অস্বস্তি বাড়িয়ে দিচ্ছেন শুভেন্দু অধিকারী। আর এবার পঞ্চায়েত নির্বাচন নিয়ে মামলার শুনানির পর তৃণমূলকে যে একচুল জায়গা ছেড়ে দেওয়া হবে না, তা আরও একবার স্পষ্ট করে সাধারণ মানুষ এবং বিরোধী দলের মনোভাবাপন্ন কর্মী সমর্থকদের আশ্বস্ত করলেন রাজ্যের বিরোধী দলনেতা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!