এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > কলকাতার মসজিদগুলি খোলা নিয়ে বড়সড় সিদ্ধান্ত ইমাম সংগঠনের, জেনে নিন

কলকাতার মসজিদগুলি খোলা নিয়ে বড়সড় সিদ্ধান্ত ইমাম সংগঠনের, জেনে নিন


শুক্রবার মুখ্যমন্ত্রী নবান্নে জানিয়েছিলেন সোমবার ১ জুন থেকে রাজ্যের সব ধর্মীয় স্থানগুলি খুলে দেওয়া হবে সাধারণের জন্য। তবে ১০ জন করে সেখানে ঢুকতে পারবেন। আর এরপরেই নানা প্রশ্ন উঠেছে। অনেকেই আতঙ্কিত এই নিয়ে। তাদের মতে এর ফলে আরো সংক্রমণ বাড়বে ,কেননা সাধারণ অমানুষ নিজেরাই সতর্ক নন, সেক্ষত্রে সরকারি কড়াকড়ি থাকলে কাজ হতো কিছুটা। কিন্তু সব কিছু খুলে দেওয়ার ফলে আরও সংক্রমণ বাড়বে।

এদিকে কলকাতার মসজিদগুলি খোলনিয়ে বড়সড় সিবাধন্তের কথা জানালো ইমামদের সংগঠন।ইমামদের সংগঠনের তরফে চেয়ারপার্সন মহম্মদ ইয়া জানিয়েছেন, গত দুমাস ধরে তাঁরা বাড়িতেই প্রার্থনা করছেন। প্রয়োজন হলে আরও কয়েকদিন তা করবেন। তবে সরকারি ঘোষণাকে স্বাগত জানিয়েও, সকল ইমামদের কাছে তাঁর আবেদন আপাতত জমায়েত এড়িয়ে যাওয়ার জন্য।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সাথেই জানান যে, সরকারি নির্দেশের ব্যাখ্যা পাওয়ার পরেই পরবর্তী সিদ্ধান্তের কথা জানাবেন তারা। সাথেই জানা গেছে ইমাম সংগঠনের এই সিদ্ধান্তকে সমর্থন করেছে টিপু সুলতান মসজিদ ও নাখোদা মসজিদ কমিটি।

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর ঘোষণার পরে জারি হয়েছে ধর্মীয় স্থান খোলার সরকারি নির্দেশিকা। ইচ্ছা হলেই খোলা যেতে পারে ধর্মীয়স্থান, তবে সেক্ষেত্রে দক্ষিণেশ্বরের কালী মন্দির, তারাপীঠের মন্দির এবং বেলুড় মঠ কর্তৃপক্ষ জানিয়েছে, আপাতত এখনই খুলছে না মন্দির ও মঠ ,পরিস্থিতির উপর নজর রাখা হবে তারপর পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!