এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > এজেন্টকে প্রকাশ্যে চড় মারায় মন্ত্রী রবীন্দ্রনাথের অপসারণ চেয়ে চাপ বাড়াচ্ছে বিজেপি

এজেন্টকে প্রকাশ্যে চড় মারায় মন্ত্রী রবীন্দ্রনাথের অপসারণ চেয়ে চাপ বাড়াচ্ছে বিজেপি


আজ সকাল থেকে পঞ্চায়েতের ভোটগ্রহণ শুরু হতেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির খবর আসতে শুরু করে। তার মধ্যে অন্যতম হল, উত্তরবঙ্গে এক বিজেপি বুথ এজেন্টকে প্রকাশ্যে চড় মারেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। সংবাদমাধ্যমের ক্যামেরায় সেই ঘটনা ধরা পড়লেও, রবীন্দ্রনাথবাবু জানান এটি ভুল খবর। যেখানে ঘটনাটি ঘটেছিল সেখানে তৃণমূলের কেউ ছিল না, ওই বিজেপি এজেন্ট প্রথমে ব্যালট বাক্স আছাড় মেরে ভাঙার চেষ্টা করে এবং পরে সেই ব্যালটবাক্স ছিনতাই করার চেস্ট করেন। কিন্তু সাধারণ মানুষ ও পুলিশ বিজেপি এজেন্টকে বাধা দেওয়ায় ধস্তাধস্তি হয়।

কিন্তু যেখানে এই ঘটনা ঘটেছে, রবীন্দ্রনাথবাবু সেই বুথের প্রার্থী নন। তাহলে সেখানে তিনি কি করছিলেন? এই প্রশ্নের উত্তরে প্রথমে তিনি জানান, আমি সেখানে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি হিসাবে গিয়েছিলাম। পরে জানান, আমি রাস্তা দিয়ে গাড়ি করে যাচ্ছিলাম, কিন্তু মাঠের মধ্যে জটলা দেখে গাড়ি থামিয়ে সেখানে দেখতে যাই কি ঘটনা ঘটেছে। আমি দায়িত্ত্ব-জ্ঞানহীন মানুষ নই, আমার ৬৫ বছর বয়স হল, ফলে কাউকে চড় মারার মত অনভিপ্রেত ঘটনায় আমি জড়াব না। কিন্তু ভিডিও ফুটেজে পরিষ্কার দেখা গেছে রবীন্দ্রনাথবাবু বিজেপির সেই এজেন্টকে চড় মারছেন, পরে তাঁর সঙ্গে থাকা অন্যান্য ব্যক্তিরা সেই ব্যক্তিকে হেনস্থা করছেন। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে সুর চড়াতে শুরু করল গেরুয়া শিবির। মন্ত্রীর এই চড় মারার ঘটনা যে সহজে বিজেপি ছেড়ে দিচ্ছে না, সেদিকে ইঙ্গিত দিয়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাশ বৈজয়বর্গীয়, কেন্দ্রীয় মন্ত্রী শাহনাওয়াজ হুসেন সকলেই মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের অপসারণ চেয়েছেন এবং এই ঘটনা নিয়ে প্রশাসনিক স্তরে কি ব্যবস্থা নেওয়া যায় সেই বিষয়ে খতিয়ে দেখার কথা বলেছেন।

** সঙ্গের ছবিটি, ২০১৬ সালের বিধানসভা নির্বাচন চলাকালীন রবীন্দ্রনাথবাবু এক দলীয় কর্মীকে চড় মারেন

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!