এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > “রক্ত ঝরলে দায়ী থাকবে তৃণমূল” পুলিশকে হুঁশিয়ারি অধীরের!

“রক্ত ঝরলে দায়ী থাকবে তৃণমূল” পুলিশকে হুঁশিয়ারি অধীরের!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  পঞ্চায়েত নির্বাচন ঘোষণার পর মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর সামনে আসতে শুরু করেছে। কোচবিহার থেকে শুরু করে উত্তর ২৪ পরগনা, সব জায়গাতেই বিরোধীদের অভিযোগ, তৃণমূল সন্ত্রাস করতে চাইছে। তবে যে সমস্ত জায়গায় সন্ত্রাস করতে পারছে না তৃণমূল কংগ্রেস এবং তাদের প্রতিহত করছে বিরোধীরা, সেখানে পুলিশ দিয়ে বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে।

তৃণমূল বিরোধী রাজনৈতিক দলগুলোর আশঙ্কা, এভাবেই যদি চলতে থাকে, তাহলে এবারের পঞ্চায়েত নির্বাচনেও রক্ত গঙ্গা বইতে পারে। আর এই পরিস্থিতিতে সরাসরি তৃণমূল এবং পুলিশকে হুঁশিয়ারি দিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি তথা সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। তার দাবি, রক্ত ঝড়লে তার জন্য দায়ী থাকবে তৃণমূল কংগ্রেস।

প্রসঙ্গত, এদিন পুলিশ প্রশাসনের বাড়বাড়ন্ত এবং একতরফা মনোভাব নিয়ে সোচ্চার হন অধীর রঞ্জন চৌধুরী‌। তিনি বলেন, “এভাবেই যদি নির্বাচনের আগে পরিস্থিতি তৈরি হতে থাকে এবং তার জন্য যদি রক্ত ঝরে, তাহলে তৃণমূল দায়ী থাকবে। আমরা পুলিশ এবং তৃণমূল দুজনকেই এই কথা বলে দিতে চাই।”

বিশেষজ্ঞদের মতে, বিরোধীদের পক্ষ থেকে বিভিন্ন নেতারা দাবি করছেন, এবারের পঞ্চায়েত নির্বাচন যদি শান্তিপূর্ণ না হয়, তাহলে নির্বাচন কমিশন এবং রাজ্যের শাসক দল দায়ী থাকবে। মূলত, একের পর এক বিরোধী নেতারা এই দাবি করে শান্তিপূর্ণ নির্বাচন যাতে হয়, তার জন্য শাসক দল এবং নির্বাচন কমিশনকে চাপে রাখতে চাইছেন। বোঝাতে চাইছেন, নির্বাচনে রক্ত ঝরলে কমিশনকে ছেড়ে কথা বলা হবে না। এমত পরিস্থিতিতে সন্ত্রাস মুক্ত নির্বাচন নিয়ে শাসকদলের চাপ বাড়িয়ে সরাসরি হুশিয়ারি দিলেন অধীর রঞ্জন চৌধুরী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!