এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > নিজের গড়েই “গদ্দার” শব্দ শুনতে হল শুভেন্দুকে! তড়িঘড়ি জবাব দিল বিজেপি!

নিজের গড়েই “গদ্দার” শব্দ শুনতে হল শুভেন্দুকে! তড়িঘড়ি জবাব দিল বিজেপি!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যুক্ত হওয়ার পর থেকেই বারংবার তাকে কটাক্ষের মুখে পড়তে হয়েছিল। কখনও গদ্দার, আবার কখনও মীরজাফর বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আক্রমণ করা হয়েছিল রাজ্যের বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। কিন্তু তার পাল্টা জবাব দিয়ে শুভেন্দু অধিকারী বুঝিয়ে দিয়েছিলেন, তিনি কখনও গদ্দারি করেননি। তবে এবার ভারত ছাড়ো আন্দোলনের দিন শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে তৃণমূলের সেই “গদ্দার” শব্দের মুখেই পড়তে হল প্রাক্তন তৃণমূল কংগ্রেসের নেতা তথা বর্তমান বিজেপির হেভিওয়েট নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে।

যদিও বা শুভেন্দুবাবুকে তৃণমূলের পক্ষ থেকে এই শব্দ প্রয়োগ করে আক্রমণ করা হলেও, তার পাল্টা জবাব দিল ভারতীয় জনতা পার্টি। যাকে কেন্দ্র করে ভারত ছাড়ো আন্দোলনের শহীদ স্মরণে গিয়ে তৃণমূল এবং বিজেপির তরজা সবথেকে বেশি লক্ষণীয় বিষয় হয়ে দাঁড়ালো বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সূত্রের খবর, সোমবার পূর্ব মেদিনীপুরের তমলুকের বানপুকুর এলাকায় মাতঙ্গিনী হাজরার মূর্তিতে তৃণমূলের পক্ষ থেকে মালা দেওয়া হয়। আর তারপরেই বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সেখানে উপস্থিত হন বিজেপির কর্মী-সমর্থকরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে তারা সেই কর্মসূচিতে মিছিল করে আসার সময় তৃণমূল কর্মীদের মুখোমুখি হয়ে যান বিজেপি কর্মীরা। আর সেখানেই মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুভেন্দু অধিকারীকে দেখে তৃনমূলের কর্মী-সমর্থকরা “গদ্দার হটাও” স্লোগান দিতে শুরু করেন। যার পাল্টা বিজেপির পক্ষ থেকে দেওয়া হয় “ভারতমাতা কি জয়” স্লোগান। যার জেরে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গোটা এলাকা জুড়ে। বিশেষজ্ঞরা বলছেন, এর আগেও একাধিকবার শুভেন্দু অধিকারীকে নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। দলে থেকে তিনি দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বলে অভিযোগ করেছে ঘাসফুল শিবির।

কিন্তু তাতে মান্যতা দেননি শুভেন্দু অধিকারী। আর এবার তার সঙ্গে তৃণমূল কর্মীরা মুখোমুখি হতেই যেভাবে তিনি “গদ্দার হটাও” স্লোগানের মুখে পড়লেন, তাতে শুভেন্দুবাবুর অস্বস্তি কিছুটা হলেও বৃদ্ধি পেল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। যদিও বা সাথে সাথেই বিজেপির পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসকে জবাব দিয়ে ভারতমাতার নামে জয়ধ্বনি দেওয়া হয়েছে। সব মিলিয়ে “ভারত ছাড়ো” আন্দোলনের দিন মেদিনীপুরে শহীদদের স্মরণ করতে গিয়ে তৃণমূল-বিজেপির তরজা সবথেকে বেশি প্রাসঙ্গিক হয়ে উঠল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!