ফের মুকুলের হাত ধরে বিজেপিতে যোগ কর্মী সমর্থকদের কলকাতা রাজ্য June 17, 2019 লোকসভা নির্বাচনে বাংলায় তৃণমূলের ভরাডুবি ও বিজেপির প্রবল উত্থানের পরেই শাসক দল তৃণমূলের একাধিক জনপ্রতিনিধি ঘাসফুল ছেড়ে পদ্মফুলে যোগদান করতে শুরু করেন। আর দলবদলের এই প্রক্রিয়া যে অব্যাহত থাকবে, তা জানিয়ে দিয়েছিলেন বঙ্গ বিজেপির চাণক্য মুকুল রায়। তবে এবার আর তৃনমূল নয়, বামেদের বিপুল সংখ্যক কর্মী সমর্থক বিজেপি নেতা মুকুল রায় হাত ধরেই গেরুয়া শিবিরে পা রাখলেন। সূত্রের খবর, শনিবার কাঁচড়াপারায় বিজেপির দলীয় সভায় সিপিএমের প্রাক্তন এরিয়া কমিটির সম্পাদক প্রতীপ চট্টোপাধ্যায় সহ বারাসাতের কয়েকশো সিপিএম কর্মী বিজেপিতে যোগদান করেন। আর সেখানেই প্রতীপ চট্টোপাধ্যায় বলেন, “সিপিএম দলে আর কোনো গণতন্ত্র নেই। আর সেই কারণেই সিপিএম ছেড়ে বিজেপিতে যোগদান করলাম।” আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - অন্যদিকে এই প্রসঙ্গে বিজেপি নেতা মুকুল রায় বলেন, “বাংলার মানুষ এখন পরিবর্তন চাইছে। তৃণমূল বিরোধী ভোট এক জায়গায় আসতে শুরু করেছে। তাই কংগ্রেস, সিপিএম ভেঙে প্রচুর কর্মী সমর্থক বিজেপিতে আসছেন।” রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ বলছেন, ভোটের প্রচারের সময় বিজেপির সঙ্গে বামের অভিযোগ তুলে বারেবারেই সরব হতে দেখা গিয়েছিল তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর এবার লোকসভা ভোটে বিজেপির ভালো ফল করার পর তৃণমূলের পাশাপাশি সেই বামেদের কর্মী-সমর্থকদের বিজেপিতে যোগদান মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই অভিযোগকেই অনেকাংশে সীলমোহর দিল বলে মনে করছে সমালোচক মহলের একাংশ। আপনার মতামত জানান -