এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > অনুব্রত মন্ডলের ‘দুর্নীতির ট্রেলার’ দেখিয়ে শুরু করলেন মুকুল রায়

অনুব্রত মন্ডলের ‘দুর্নীতির ট্রেলার’ দেখিয়ে শুরু করলেন মুকুল রায়


গত ডিসেম্বরে রাজনগরের তাঁতিপাড়ায় জনসভা করতে চেয়েও অনুমতি পায়নি বিজেপি। বিজেপির অভিযোগ ছিল, প্রথমে সভার অনুমতি দিলেও পরে পৌষমেলার ‘অজুহাত’ দিয়ে তা বাতিল করে পুলিশ, প্রশাসন। প্রতিবাদে ২৪ তারিখ বিক্ষোভ মিছিল করে বিজেপি। মিছিলে যোগ দিতে যাওয়ার পথে দলীয় কর্মীদের পুলিশ ও তৃণমূলের বাধায় পড়তে হয়েছে বলে অভিযোগে ফেটে পড়েন বিজেপি নেতৃত্ব। বিজেপি নেতৃত্ব জানিয়েছে, প্রশাসন অনুমতি দেবে না জেনেই গতকাল বীরভূমের তাঁতীপাড়ায় সভা বিনা অনুমতিতে করা হয়েছে। বাস মালিকরা শাসকদলের ভয়ে বাস দেয়নি।
আর সেই সভায় দাঁড়িয়ে বিজেপি নেতা মুকুল রায় তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মন্ডলের বিরুদ্ধে চালকল ও জমি-দুর্নীতির অভিযোগ আনলেন। গতকালের সভা থেকে মুকুলবাবু বলেন, সব কাগজ হাতে নিয়ে বলছি, এটা ট্রেলার মাত্র, এর জবাব দিতে হবে অনুব্রতকে। এরপর হাতের মুঠোয় চাল দেখিয়ে জনতার উদ্দেশ্যে তিনি প্রশ্ন ছুড়ে দেন, এটা কোন রাইস মিলের জানেন? মিলটার নাম ভোলেবোম রাইস মিল। এর মালিক কে? কবে তৈরি? ২০১৬-১৭ সালে ১৮,০২৭ বস্তা চাল অন্ত্যোদয় যোজনায় সরবরাহ করেছে এই মিল। এরপর মুকুল রায় রহস্যময়ভাবে তৃণমূল কংগ্রেস বীরভূম জেলা সভাপতির সঙ্গে জমি কেলেঙ্কারিও জড়িয়ে দেন। তিনি বলেন, বোলপুর থানার অন্তর্গত কালিকাপুর, গয়েশপুর, খাসকদমপুর ও বোলপুর মৌজায় ৪২৫ কাটা জমি কেনা হয়েছে ২০১৪ সালের পরে। তৃণমূলের জেলা সভাপতিকে গিয়ে জিজ্ঞাসা করুন এ সবের মালিক কে? নামটা তিনিই বলবেন। মুকুল বাবুর ট্রেলারের কি প্রতিক্রিয়া দেন অনুব্রত মন্ডল বা পুরো ‘ছবিতে’ কি আছে সেদিকেই তাকিয়ে রাজ্য-রাজনীতি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!