হাতির পায়ে পিষ্ট হয়ে মৃত্যু নিয়ে সামনে এল বিস্ফোরক অভিযোগ বিশেষ খবর রাজ্য November 26, 2017 জলপাইগুড়ি জেলার চালহাটির বাসিন্দা, সমবায় ব্যাঙ্কের নিরাপত্তাকর্মী বছর ৫০-এর সিদ্দিক রহমান হাতিকে স্যালুট ঠুকতে গিয়ে মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর দাবি পরিবারের। পরিবারের অভিযোগ সহকর্মীরাই সিদ্দিককে হাতির সামনে ঠেলে দিয়েছেন। তিন মেয়ে, স্ত্রী আর বৃদ্ধা মাকে নিয়ে গঠিত তাঁর সংসারে একমাত্র রোজগেরে বলতে শুধু তিনিই ছিলেন। পরিবারের একমাত্র রোজগেরেকে হারিয়ে এখন অথৈ জলে পরিবার। পরিবারের দাবি, যাত্রা পথে হাতি নিয়ে নিরাপত্তার অভাব বোধ করাই সহকর্মীরা সিদ্দিককে বন্দুক দেখিয়ে হাতিকে ভয় দেখানোর কথা বলে। সেই কথা মত রাস্তায় হাতি দেখে গাড়ি থেকে নেমে পড়েন সিদ্দিক রহমান। আর হাতি কাছে আসতেই স্যালুট ঠোকেন তিনি। এরপর ক্ষিপ্ত হাতির পায়ে পিষ্ট হয়ে যান সিদ্দিক। যদিও পরিবারের এইসব অভিযোগ অস্বীকার করেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। পরিবারের তরফে ক্ষতিপূরণের সঙ্গে মাসিক আয়ের ব্যবস্থা করার দাবি করা হয়েছে সরকারের কাছে। আপনার মতামত জানান -